দেশ বিদেশ
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের নামে দুর্নীতির মামলা
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবারজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। এদিন দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি জানান, অভিযোগ সংশ্লিষ্ট আ ক ম মোজাম্মেল হক পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অবৈধভাবে ১০ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪২৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। একইসঙ্গে তার নামীয় তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৮ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ১১৪ টাকার সন্দেহজনক লেনদেন করে ওই টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন। এ জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় একটি মামলা করা হয়েছে।
গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন মোজাম্মেল হক। অভ্যুত্থানকালে ছাত্র-জনতা হত্যা ও সহিংসতার মামলায়ও তিনি আসামি।
এর আগে গত ২রা ফেব্রুয়ারি আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন বিশেষ জজ আদালত। ঠিকাদারি কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক শিহাব সালাম।