ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

চট্টগ্রামের লালদিয়া হবে গ্রীন পোর্ট বিনিয়োগ ৮০০ মিলিয়ন ডলার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৯ মে ২০২৫, শুক্রবার

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘আমাদের ইতিহাস তৈরির সুযোগ আছে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা সরকারের লক্ষ্য। লালদিয়া গ্রীন পোর্ট হবে। ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে। বিষয়টি খুবই সিরিয়াসলি ট্র্যাক করার চেষ্টা করছি।’

গতকাল সকাল ৯ টায় চট্টগ্রাম বন্দরের লালদিয়াচর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আশিক চৌধুরী বলেন, ‘আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। পোর্ট ক্যাপাসিটি এখন লিমিটেড। ছয়গুণ করার পরও ভিয়েতনামের ধারেকাছেও যাবো না। তাই এক্সপার্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া। যাতে কম জায়গায় বেশি অপারেশন করা যায়।’ এদিকে বেলা ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শনে গিয়ে তিনি বলেন, াংলাদেশের ফুল এমবিশনের মধ্যমণি চট্টগ্রাম। আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছি; সেটির সেন্টার পিস হচ্ছে-চট্টগ্রাম। চট্টগ্রামের এই সেন্টার পিসের একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আরও অনেক এফিশিয়েন্ট হবে। সঙ্গেরো অনেকগুলো পোর্ট বেরিয়ে যাবে। চট্টগ্রাম সত্যিকারের কমার্শিয়াল সিটি হবে। আশা করছি, এ কর্মযজ্ঞ আরও বাড়বে।’

আশিক চৌধুরী বলেন, ‘কত এফডিআই এলো সেটা দেখার বিষয় না; ওটা সেকেন্ডারি ইস্যু। প্রাইমারিভাবে আমরা কি পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো-  সেটাই আমাদের মূলমন্ত্র।’ ডিপি ওয়ার্ল্ডের কর্মযজ্ঞ পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দুবাইতে জেবেদ আলী পোর্টে ভিজিট করার সুযোগ হয়েছিল। সেখানে এ রকমই পোর্ট অপারেট করে। কিন্তু আমি দেখেছি, ওখানে পোর্ট অপারেটররা একটা কন্ট্রোল রুমে বসেন। আমার সঙ্গে যার দেখা হয়েছিল উনি একজন ভদ্র মহিলা। তিনি এসি রুমে বসেকের মাধ্যমে ক্রেন অপারেট করেন। এখানে আমরা একটি কন্টেইনারের উপরে তিনটা বা চারটা করে কন্টেইনার রাখতে পারি। ওখানে স্পেস সংকলনের জন্য টেকনোলজি আপডেট করেছে, যেখানে একটির উপরে ১৬টার মতো কন্টেইনার রাখতে পারেন। এসব একটা উদাহরণ। এগুলো আমরা ভবিষ্যতে এডাপ্ট করতে পারবো।’ এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status