বিশ্বজমিন
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনে নিহত কমপক্ষে ১৪৩। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বৃহস্পতিবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় হামলা চালায় ইসরাইল। এতে নিহত হন অন্তত ৬১ জন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরের আল-তাওবাহ চিকিৎসা কেন্দ্রেও হামলা চালায় দখলদাররা। সেখানে নিহত হন ১৩ জন। এর মধ্যে শিশুও ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লিনিকের উপরতলায় রোগীদের দেহ ছিন্নভিন্ন হয়ে পড়েছিলো। নাকবা দিবসের ৭৭তম বার্ষিকীতে ওই হামলা চালায় তেল আবিব।
এদিকে গাজায় চালানো ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯১৯ জন। সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বেশি। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মৃতদেহ। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ১৩৯ জন ইসরাইলি নিহত হন। কমপক্ষে ২০০ জনকে জিম্মি করে হামাস। প্রতিশোধ নিতে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। যা এখনো অব্যাহত আছে।