ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, একদিনে নিহত ১১৫

মানবজমিন ডেস্ক

(৭ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ১১:৩২ পূর্বাহ্ন

mzamin

২৪ ঘণ্টায় ইসরাইলি আগ্রাসনে গাজায় কমপক্ষে ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, অপারেশন ‘গিডিয়নের রথ’ অভিযানের শুরুতে গাজায় ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। এর মাধ্যমে ইসরাইলি সেনারা গাজা উপত্যকার নিয়ন্ত্রিত এলাকা দখল করার পরিকল্পনা করেছে। শুক্রবার ভোর থেকে গাজার উত্তরাঞ্চলে নির্বিচারে বোমা হামলা চালিয়েছে তেল আবিব। এতে নিহত কমপক্ষে ১১৫ জন। এর আগে ইসরাইলি বাহিনী হাজার হাজার ফিলিস্তিনিকে উত্তর গাজার কিছু অংশ ছেড়ে পালাতে নির্দেশ দেয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২০ হাজার ২১৪ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের সংখ্যা কমপক্ষে ৬১ হাজার ৭০০ জন। আরও বলা হয়, হাজার হাজার মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রাণ হারান ১ হাজার ১৩৯ ইসরাইলি। হামাস জিম্মি করে কমপক্ষে ২০০ জনকে।

এদিকে ইসরাইল যুদ্ধ পরবর্তী গাজা শাসনের পরিকল্পনা করছে এমন প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেকা আলবেনিজ। এক্সে এক পোস্টে তিনি বলেন, গাজার ভবিষ্যৎ পরিকল্পনা করার অধিকার ইসরাইলের নেই। তিনি বলেন, গাজা দখল অবৈধ। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরাইলকে দখলদারিত্ব শেষ করতে নির্দেশ দিয়েছে।

 

 

 

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status