বিশ্বজমিন
১০ লাখ গাজাবাসীকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
মানবজমিন ডেস্ক
(১১ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা থেকে দশ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনে গোপনে আলোচিত এই পরিকল্পনাটি বর্তমানে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনাধীন রয়েছে। এনবিসি’কে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত দুই ব্যক্তি এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই লিবিয়ার নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। তাদের মতে, এটি নিছক ধারণা নয়, বরং কূটনৈতিক স্তরে এর বাস্তবায়ন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই পুনর্বাসনের প্রস্তাবনার বিনিময়ে যুক্তরাষ্ট্র লিবিয়াকে দীর্ঘদিন আগে জব্দ করে রাখা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করেছে। এসব তহবিল এক দশকেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় রয়েছে। এই আর্থিক সুবিধার বিনিময়েই ফিলিস্তিনি শরণার্থীদের লিবিয়ায় গ্রহণে সম্মত হওয়ার কথা লিবিয়ার নেতৃত্বের কাছে তুলে ধরা হয়েছে।
এ পরিকল্পনার বাস্তবায়ন হলে এটি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ভূ-রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনি জনগণের ভবিষ্যৎ, গাজার স্থিতিশীলতা এবং লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা- এই তিনটি বিষয়ই এই পরিকল্পনার বাস্তবতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্র বা লিবিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ফিলিস্তিনিদের এমনভাবে স্থানান্তর একটি মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এবং এটি তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার হরণ করবে। এই পরিকল্পনার ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলবে, তবে একে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে।
পাঠকের মতামত
১০ লাখ গাজাবাসীকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের---চিরদিনের জন্য গাজাকে ইজরাইলের অংশ করার পরিকল্পনার অংশ এটা!(US plans to permanently relocate 1 million Gazans to Libya - --part of plan to make Gaza part of Israel forever).
ইসরাইলের সমস্ত ইহুদি সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করলেই তো সমাধান হয়ে যায়। উন্নত দেশে সুখে থাকল। মুসলিমরা তাদের জন্মভূমিতেই থাকুক।
বিগত ১০-১২ বছর ধরে লিবিয়ার যে বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকা হিমায়িত করে রেখেছিল, সেই বিলিয়ন বিলিয়ন ডলারগুলো কি আমেরিকা এখন লাভ সহ ফেরত দেবেন নাকি শুধুই আসলটা পাবে। নাকি লাভ হিসেবে গাজা ও ফিলিস্তিনের ১০ লক্ষ লোককে লিবিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য চাপ সৃষ্টি করা হবে।
ফিলিস্তিনি জনগন তাদের দেশে তারা থাকবে, তাদেরকে লিবিয়া কেন পুনরবাসন করতে হবে। যদি ফিলিস্তিনিরা লিবিয়া চলে যায়, তাহলে ফিলিস্তিন রাষ্ট্রের জায়গা কে দখল করবে বা কে ভোগ করবে সেটা পরিস্কার হওয়া দরকার। আমেরিকা ফিলিস্তিনিদেরকে বাস্তচ্যুত করার চেষ্টা করতেছে কিন্তু শয়তান রাষ্ট্র ইসরাইলকে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে না। আসলে ইহুদী জাতিই হলো খারাপ জাতি, যতই শিক্ষিত হউক, তাদের ভিতর মানবতাবোধ নাই।
If all the Gazan population are taken to USA we will welcome it.
লিবিয়া কেন? যদি পাঠাতেই হয়, তা হলে আমেরিকায় পাঠিয়ে দিক!!! লিবিয়া কেন গাজার মানুষের জিম্মা নিবে?