বিশ্বজমিন
১৪ দিনের নবজাতকে হত্যা করলো পাষণ্ড পিতা
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন

ভারতের হায়দ্রাবাদে ১৪ দিনের নবজাতককে ছুরিকাঘাত করে হত্যা করেছে পাষণ্ড পিতা। এরপর মৃতদেহটি ফেলে দেয়া হয় আবর্জনার স্তূপে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। অভিযুক্তের নাম জগৎ। সে মূলত নেপালের বাসিন্দা। বর্তমানে ভারতে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছে। তার স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে জগৎকে গ্রেপ্তার করে পুলিশ। জগৎ ১ বছর ধরে একটি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সে তার ১৪ দিনের নবজাতকে হত্যা করে। প্রথমে নবজাতককে অ্যাপার্টমেন্টের বাইরে নিয়ে যায়। সেখানে কয়েকবার তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এরপর মৃতদেহটি টলিচৌকির কাছে একটি আবর্জনার স্তূপে ফেলে দেয়। পুলিশ আরও জানায়, অভিযুক্তের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এর পেছনের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলমান।