খেলা
লজ্জার হারে যে ‘অজুহাত’ দাঁড় করালেন সিমন্স
স্পোর্টস রিপোর্টার
২১ মে ২০২৫, বুধবার
বেশ কিছুদিন ধরেই মাঠের ক্রিকেটে মোটেও ভালো করতে পারছে না বাংলাদেশ দল। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। এরপর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরেই বসে বাংলাদেশ দল। আইসিসি’র সহযোগী দেশটির বিপক্ষে আগে ব্যাট করে ২০৬ রান করেও তার ডিফেন্ড করতে পারলো না বাংলাদেশের বোলাররা। শারজায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ হেরেছে দুই উইকেটে। যেকোনো সংস্করণে আরব আমিরাতের বিপক্ষে এটি টাইগারদের প্রথম হার। লজ্জার হারের পর বাজে ফিল্ডিংয়ের সঙ্গে শিশিরকে অজুহাত হিসেবে দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। তার সঙ্গে সুর মেলান প্রধান কোচ ফিল সিমন্সও।
আরব আমিরাতের সঙ্গে হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ‘দেখুন, খেলাটা ছিল দুই দলের। তারা (আরব আমিরাত) খুবই ভালো ব্যাটিং করেছে। আমরাও ভালো ব্যাটিং করেছি। ড্রপড ক্যাচের কথা বললে আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি। যেটা তাদের ম্যাচ নিজেদের কাছে ধরে রাখতে সাহায্য করেছিল। এ ছাড়া তারা খুবই ভালো ব্যাটিং করেছে।’ দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা প্রয়োজন কিনা এ প্রসঙ্গে প্রধান সিমন্স বলেন, ‘আমি এটা নিয়ে আগামীকাল (মঙ্গলবার) চিন্তা করবো। আমরা মাত্রই ম্যাচ হেরেছি। এখনই ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে ভাবতে পারছি না।’ এদিকে দ্বিতীয় ম্যাচ হেরে অধিনায়ক লিটন বলেন, ‘যেকোনো পরাজয়ই বেদনাদায়ক। তবু আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তার পরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’
এ ছাড়া এদিনের ম্যাচে বোলারদের কথা উল্লেখ করে লিটন বলেন, ‘বুঝতে হবে এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটারদের জন্য আলাদা পরিকল্পনা সাজাতে হবে। আমরা পরবর্তী ম্যাচে আরও ভালো করবো বলে আশা করছি।’ আজ বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।
পাঠকের মতামত
শিক্ষায় কোন লজ্জা কোন নাই
ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ জিতবে।