ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

এবার ‘কোয়াড্রপল’ পূর্ণ করতে চায় পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, সোমবার
mzamin

ইউরোপিয়ান ফুটবলে মৌসুমটা স্বপ্নের মতো কাটছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। রাঁসকে হারিয়ে ঘরোয়া ফুটবলের তৃতীয় বড় শিরোপা জিতেছে তারা। এবার ইয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপায় চোখ প্যারিসিয়ানদের। কোচ লুইস এনরিকে বললেন, অধরা এই ট্রফিতে চুমু আঁকতে প্রস্তুত তার দল।
শনিবার ফরাসি কাপের ফাইনালে রাঁসকে ৩-০ গোলে হারায় পিএসজি। দুর্দান্ত ছন্দে থাকা দলটি তিন গোলই করে প্রথমার্ধে। দুইবার জালের দেখা পান বাহলি বারকোলা ও একটি গোল করেন আশরাফ হাকিমি। গত জানুয়ারিতে যখন তুলুজকে হারিয়ে ফরাসি সুপার কাপে জেতে পিএসজি, তখন থেকেই তাদের ‘কোয়াড্রপল’ বা মৌসুমে চার ট্রফি জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সেই পথ ধরে বেশ ভালোভাবেই এগিয়ে এখন শেষ ধাপে আছে এনরিকের দল।
এবারের ফরাসি লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করেছে পিএসজি অনেক আগেই। এবার ফরাসি কাপ জয়। ক্লাবটিতে নিজের প্রথম দুই মৌসুমেই ঘরোয়া ট্রেবল জয়ের স্বাদ পেলেন এনরিকে। আগামী শনিবার ইউরোপ সেরার লড়াইয়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। শনিবার ফরাসি কাপ জেতার পর এনরিকে বলেন, ‘খুবই ভালো একটি ম্যাচ ছিল। ৩১শে মের (চ্যাম্পিয়ন্স লীগ) ফাইনালের জন্য প্রস্তুতিটা ভালোভাবে হলো। এই ফাইনালটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাস গড়তে চাই। এর জন্য আমরা প্রস্তুত। আমরা শক্তিশালী একটি দল এবং আমরা শিরোপা জিততে চাই।’
পিএসজি’র স্প্যানিয়ার্ড কোচ বলেন, ‘চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল সবার জন্যই একটি বিশেষ মুহূর্ত হবে। এর জন্য বিশেষ কোনো প্রস্তুতি নেই। আমাদের অনেক চাপের মোকাবিলা করতে হবে, তবে এর জন্য সেরা উপায়ে প্রস্তুতি নিতে হবে। চারপাশের সবকিছু সামলানো সহজ নয়।’
বার্সেলোনার কোচ হিসেবে কন্টিনেন্টাল ট্রেবল জয়ের অভিজ্ঞতা আছে কোচ এনরিকের। পিএসজি’র হয়ে আরেকবার সেই স্বাদ নিতে চান তিনি। ফরাসি ক্লাবের হয়ে গড়তে চান ইতিহাস। সম্ভাব্য চারটি শিরোপার মধ্যে তিনটিই আমরা জিতেছি, এবং আমরা শেষ ধাপে আছি। আশা করি, আমরা পিএসজির হয়ে ইতিহাস গড়তে পারব। দল অনেক প্রতিশ্রুতি দেখিয়েছে এবং এসব কিছুই আমাদের সামনের ম্যাচটির জন্য প্রস্তুত করছে। যা নির্ধারক হবে এবং এই ম্যাচটি আমাদের ইতিহাস গড়ার সুযোগ করে দিতে পারে।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status