খেলা
সাইবার আক্রমণে টিকিফাই, তবু সোল্ড আউট ভিন্ন ক্যাটাগরির টিকিট!
স্পোর্টস ডেস্ক
(৭ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ২:৩৬ অপরাহ্ন

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে গতকাল রাতে ফেডারেশনের টিকিটিং পার্টনার টিকিফাই সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে দাবি করে বাফুফে। এতে করে টিকিট সংগ্রহে ভোগান্তিতে পড়তে হয় ফুটবলপ্রেমীদের।
আগামী ১০ই জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ আতিথেয়তা দেবে সিঙ্গাপুরকে। এই ম্যাচে প্রথমবারের মতো ঘরের মাঠে খেলবেন বাংলাদেশের প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী। কানাডা জাতীয় দলে খেলা শমিত সোম ও ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহমিদুল ইসলামও খেলবেন সেই গুরুত্বপূর্ণ ম্যাচে। সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ হতে যাচ্ছে এটি। তাই স্বভাবতই এই ম্যাচকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহ আকাশচুম্বী। তবে বিপত্তি অন্য জায়গায়। শনিবার বেলা ১২টা থেকে টিকিফাই ওয়েবসাইটে টিকিট পাওয়ার কথা থাকলেও পরে বিজ্ঞপ্তি দিয়ে রাত ৮টার কথা জানায় বাফুফে। তবে পরিবর্তিত সময়েও সফলভাবে টিকিট সংগ্রহ করতে পারেননি অধিকাংশ দর্শক। রাতে বাফুফে দাবি করে, টিকিফাই সাইবার হ্যাকিংয়ের কবলে পড়ায় এমনটা হয়েছে এবং আপাতত তারা টিকিট বিক্রি কার্যক্রম স্থগিত রাখে। তবে আজ বেলা ১২টা নাগাদও টিকিফাই থেকে টিকিট সংগ্রহ সম্ভব হয়নি। অথচ বিস্ময়কর হলো ওয়েবসাইটটিতে বেশ কিছু ক্যাটাগরি যেমন স্কাই ভিউ (৩০০০ টাকা), ক্লাব হাউজ ১ (২৫০০ টাকা), সাধারণ গ্যালারি দক্ষিন-পশ্চিম (৪০০ টাকা) টিকিট সোল্ড আউট দেখাচ্ছে। তাতেই ফুটবলপ্রেমীদের মাঝে টিকিট পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।