ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

সাফে পথ পরিষ্কার সালাউদ্দিনের

স্পোর্টস রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবার
mzamin

কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো সাফের বহুল কাঙ্ক্ষিত কংগ্রেস। কিন্তু বিমান বন্দর থেকে ফিরে আসতে হয়- এমন ভয়ে কাঠমান্ডুতে যাননি সাফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে সশরীরে না হলেও ঢাকা থেকে অনলাইনে কংগ্রেসে যুক্ত ছিলেন সভাপতি। সাফের বিদ্যমান গঠনতন্ত্রে তিন মেয়াদের বেশি কেউ নির্বাহী কমিটিতে থাকার সুযোগ নেই। গতকাল গঠনতন্ত্র সংশোধন করে এই কোটা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে এখন নির্বাহী কমিটিতে যে কেউ অসংখ্যবার নির্বাচিত করতে কোনো বাধা নেই। সেই হিসাবে চারবারের সভাপতি কাজী সালাউদ্দিনের ফের নির্বাচন করার পথও পরিষ্কার হয়ে গেল। তবে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল কাঠমান্ডু থেকে মিডিয়াকে বলেন, ‘সাফের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে সংশোধন হয়েছে।’ আগামী বছর সাফ নারী, পুরুষ, বয়সভিত্তিক মিলিয়ে বেশ কয়েকটি টুর্নামেন্ট করতে চায়। এএফসি’র মতো সাফও ফুটসাল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কম্পিটিশন কমিটি ও সাফ প্রশাসন সামনে এটি নিয়ে আরো বিশেষভাবে কাজ করবে। আগামী বছর সিনিয়র নারী সাফের পাশাপাশি আরো কয়েকটি টুর্নামেন্ট রয়েছে। সাফ কংগ্রেসে উন্মুক্ত আলোচনায় বাফুফের মঞ্জুরুল করিম ও টিপু সুলতান দুই প্রতিনিধি যোগ দেন। বাংলাদেশের প্রতিনিধি মঞ্জুরুল করিম সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের রেফারিং নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে তিনি কাঠমান্ডু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের বাংলাদেশ ও ভারত ফাইনাল ম্যাচের রেফারিংয়ের দৃষ্টি আর্কষণ করে সাফকে সামনে রেফারিং নিয়ে আরো বেশি সচেতন ও গুরুত্বারোপ করার অনুরোধ করেছি।’ অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশ ভারতের জালে বল জড়িয়ে দেয় কর্নার থেকে। বাংলাদেশের গোলের আগেই রেফারি ফাউলের বাঁশি বাজান। বাংলাদেশের দাবি সেটি ফাউলের আওতায় পড়ে না। সাফের নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভূটানের জিমবিরি। এএফসি সদস্য হিসেবে সাফের নির্বাহী কমিটিতে পর্যবেক্ষক হিসেবে থাকতেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা থাকায় তিনি নেপাল যাননি।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status