খেলা
এমবাপ্পের জোড়া গোলের জয়ে লা লিগা শেষ রিয়ালের
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ১১:১৩ পূর্বাহ্ন

স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমের শেষ ম্যাচটা খেলে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে রিয়াল ২-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। জোড়া গোল করেছেন অল হোয়াইটদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে শনিবার ম্যাচজুরে সমস্ত আলো ছিল লুকা মদরিচ আর কার্লো আনচেলোত্তির ওপর, সান্তিয়াগো বার্নাব্যুতে যে শেষবার দেখা যাচ্ছে দুই রিয়াল কিংবদন্তিকে।
পুরো ম্যাচে ৬২ শতাংশ বল নিজেদের পায়ে রাখা স্বাগতিক দল গোলের দিকে ১৬টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৮টি। সোসিয়েদাদের ৯টির মধ্যে লক্ষ্যে থাকে স্রেফ ১টি শট। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে রিয়াল মাদ্রিদ। দুই দফায় এমবাপ্পের দুইটি শট আটকে দেন সফরকারী দলের গোলকিপার উনাই মারেরো। ত্রয়োদশ মিনিটে স্প্যানিশ গোলকিপারকে একা পেয়েও তাড়াহুড়া করতে গিয়ে গোলপোস্টের উপর দিয়ে মারেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। ৩৬তম মিনিটে ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করে বসেন সোসিয়েদাদ মিডফিল্ডার পাবলো মারিনো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে পেনাল্টি সংকেত দেন মাঠ রেফারি। প্রথম প্রচেষ্টায় এমবাপ্পের দুর্বল শট ফিরিয়ে দেন মারেরো। তবে ফিরতি বলে জাল খুঁজে নিয়ে দলকে এগিয়ে নেন ২৬ বছর বয়সী এমবাপ্পে। ১-০ গোলে বিরতি থেকে মাঠে ফিরে কিছুক্ষণ পর বদলি হিসেবে নামেন অ্যাঙ্কেলের চোট কাটানো ভিনিসিয়ুস জুনিয়র। ৮৩তম মিনিটে এই সেলেসাও তারকার রক্ষণচেরা এক থ্রু পাসে বক্সের ভেতর ঢুকে পড়েন এমবাপ্পে। বাঁ পায়ের শটে একদম গোলপোস্ট ছুঁয়ে জালে বল জড়ান তিনি। কিছুই বুঝে না উঠতে পেরে বল আটকানোর চেষ্টাও করতে পারেননি সোসিয়েদাদ কিপার। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে গত বছরের জুলাইয়ে রিয়ালে পাড়ি জমানো এমবাপ্পে লা লিগায় অভিষেক মৌসুমেই করলেন ৩১ গোল। এক ম্যাচ বাকি থাকা বার্সেলোনার রবার্ট লেভানদোভস্কির গোল তার চেয়ে ছয়টি কম। তারপর আসে সেই সময়, যার জন্য অপেক্ষমাণ ছিলেন সবাই। ৮৭তম মিনিটে মদরিচকে তুলে নেন আনচেলোত্তি, ভারী হয়ে ওঠে সান্তিয়াগো বার্নাব্যুর আবহ। দুদলের কয়েকজন খেলোয়াড় দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গার্ড অব অনার দেন এই ক্রোয়াট অভিজ্ঞ মিডফিল্ডারকে। সমর্থকদের হাততালিতে ফেটে পড়ে রিয়ালের হোম গ্রাউন্ড। ম্যাচ শেষে আরেক দফায় চলে বিদায়পর্ব। এদিন অল হোয়াইটদের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছেন রিয়ালের আরেক অভিজ্ঞ তারকা লুকাস ভাসকেজ।