খেলা
বার্সেলোনাকে কাঁদিয়ে ১৮ বছর পর শিরোপা আর্সেনালের
স্পোর্টস ডেস্ক
(৪ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ১:০৫ অপরাহ্ন

চলতি মৌসুমে পুরুষ-নারী দুই বিভাগেই চ্যাম্পিয়নস লীগের অন্যতম দাবিদার ছিল বার্সেলোনা। তবে ছেলেদের মতো মেয়েদেরও স্বপ্ন ভেঙেছে এই ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায়। লিসবনে ১-০ গোলে জিতে শিরোপা উল্লাসে মেতেছে আর্সেনাল। শনিবারের এই জয়ে ১৮ বছর পর প্রথম কোনো ইউরোপিয়ান ট্রফি ঘরে তুলল গানার মেয়েরা।
এর আগে আর্সেনাল সবশেষ চ্যাম্পিয়নস লীগ জেতে ২০০৭-এ। সেবারের পর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে টানা ব্যর্থতার পর ১৮ বছর পর ফাইনালে উঠেই বাজিমাত করলো দলটি। ইংল্যান্ডের ক্লাবগুলোর মধ্যে গানার মেয়েরা দ্বিতীয় চ্যাম্পিয়নস লীগ শিরোপা জিতলেও আর কেউ এই গৌরব অর্জন করতে পারেনি। বাকিদের মধ্যে ২০২১-এর ফাইনালে এই বার্সার কাছেই শিরোপা খোয়ায় চেলসি। এদিন ম্যাচের শুরু থেকেই আর্সেনালের ওপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে কাতালান মেয়েরা।
ম্যাচজুড়ে ৬৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখা বার্সা ২০টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৫টি। আর্সেনালের ৮টির মধ্যে লক্ষ্যে থাকে ৩টি শট। ক্লদিয়া পিনা, ইউয়া পাজর ও ক্যারোলিন গ্রাহাম হানসেনকে নিয়ে গড়া বার্সার আক্রমণভাগ এদিন সুবিধা করে উঠতে পারেনি। ৭৪ মিনিটে দলের একমাত্র জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা স্টিনা ব্ল্যাকস্টেনিয়ুয়েস।
আক্রমণে উঠে ডি বক্সের ভেতরে বল বাড়ান বেথ মিড। বলকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন আর্সেনালের সুইডিশ ফরোয়ার্ড। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করছিল কাতালুনিয়ান মেয়েরা। তবে শেষ পর্যন্ত আর কিছু করে উঠতে পারেনি তারা। হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করে মাঠ ছাড়ে বার্সা। এর আগে টানা দু’বার চ্যাম্পিয়নস লীগ জয়ী বার্সাকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে আর্সেনাল। লিসবন স্টেডিয়ামে এদিন বার্সার সমর্থকরাই ছিল সংখ্যাগরিষ্ঠ।
ম্যাচ শেষে বার্সেলোনার তারকা ফুটবলার আইয়ানা বোনামাতি বলেন, ‘আমরা আমদের সব সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আমরা পুনরায় চেষ্টার প্রতিশ্রুতি দিচ্ছি।’ জয়ী দলের স্ট্রাইকার আলেসিয়া রুসো বলেন, ‘আমরা শুরু থেকেই বিশ্বাস করছিলাম। আমাদের সামর্থ্য ছিল, শুধু সেটি কাজে লাগানো নিয়ে প্রশ্ন ছিল। আর আমরা সেটি করে দেখিয়েছি।’