খেলা
ঝুলে থাকলো আবাহনী ও বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লীগের সম্ভাবনা
স্পোর্টস রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবার
বাংলাদেশ প্রিমিয়ার লীগ শিরোপার স্বপ্ন অনেক আগে গুঁড়িয়ে গেলেও দারুণ প্রাপ্তির হাতছানি আছে বসুন্ধরা কিংস ও আবাহনীর সামনে। অনেক হিসাব যদিও আছে, তবে এএফসি চ্যালেঞ্জ লীগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত করতে হবে তাদের। ১৭তম রাউন্ডে দুই দল নিজেদের ম্যাচে ড্র করায় সে সমীকরণ মেলার অপেক্ষা গড়িয়েছে শেষ রাউন্ডে। নিয়ম অনুযায়ী এএফসি চ্যালেঞ্জ লীগে খেলার সুযোগ পায় লীগ চ্যাম্পিয়নরা। মোহামেডান লীগ জিতলেও এএফসির ক্লাব লাইসেন্স করতে পারেনি এখনও। লাইসেন্সের জন্য আবেদন করে রেখেছে সাদাকালো জার্সিধারীরা। কিন্তু শেষ পর্যন্ত লাইসেন্স তারা না পেলে লীগে দ্বিতীয় হওয়া দল পাবে চ্যালেঞ্জ লীগে খেলার সুযোগ। আবাহনী ও বসুন্ধরা কিংস দুই দলেরই আছে এই লাইসেন্স। লীগ টেবিলে তাদের দ্বিতীয় হওয়ার লড়াইটা তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এ কারণে। যদিও দুই দলের কেউই সপ্তদশ রাউন্ডে পারেনি লক্ষ্যপূরণের পথে এগিয়ে যেতে। গতকাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ১-১ গোলে ড্র করে আবাহনী। এমেকা ওহবাহের ৬৪তম মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল তারা। ৭৪তম মিনিটে রহমতগঞ্জকে সমতায় ফেরান স্যামুয়েল বোয়াটেং। দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির সাথে ১-১ ড্র করেছে কিংস। ৬৭তম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েছিল ফর্টিস। ৮০তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাম পায়ের নিচু শটে কিংসকে সমতায় ফেরান শেখ মোরসালিন। পরে আর জয়সূচক গোলের দেখা পায়নি ভ্যালেরি তিতের দল। ১৭তম রাউন্ড ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কিংস। দুই দলেরই বাকি রয়েছে এক করে ম্যাচ। শেষ রাউন্ডে ড্র করলে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত হবে আবাহনীর, সেক্ষেত্রে এএফসি চ্যালেঞ্জ লীগে খেলার সম্ভাবনাও টিকে থাকবে তাদের।