খেলা
মেসি ম্যাজিকে হার এড়ালো মায়ামি
স্পোর্টস ডেস্ক
(৫ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ১২:২০ অপরাহ্ন

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির। মেজর লীগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচ জয়হীন থেকে আজ ফিলাডেলফিয়া ইউনিয়নের মাঠে নামে হাভিয়ের মাশচেরানোর দল। দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের এক পর্যায়ে মায়ামি এক গোল শোধ দিলেও স্কোরলাইন দাঁড়ায় ৩-১। তখনই রক্ষাকর্তা হয়ে আসলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফ্রি কিকে দুর্দান্ত এক গোলের পর যোগ করা সময়ে করলেন সমতাসূচক অ্যাসিস্টও। ৩-৩ গোলে হারের লজ্জা এড়াল মায়ামি।
বাংলাদেশ সময় আজ সকালে শেষ হওয়া ম্যাচে ১৭টি শটের মধ্যে ৭টি লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। পুরো ম্যাচে ৬৭ শতাংশ বল নিজেদের পায়ে রাখা মায়ামির ১১টির মধ্যে লক্ষ্যে থাকে ৫টি শট। সপ্তম মিনিটে ফিলাডেলফিয়াকে এগিয়ে নেন বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সালিভান। সালিভানের নানি ছিলেন বাংলাদেশি আর মা জার্মান-বাংলাদেশি। এরপর বেশ কয়েকটি সেভ দেয়া মায়ামি গোলকিপার অস্কার উস্তারি ৪২তম মিনিটে আর জাল রক্ষা করতে পারেননি। ডি বক্সের মধ্যে জটলার ভেতর থেকে মায়ামির চার খেলোয়ারের মাঝ দিয়ে বল লক্ষ্যে পাঠান তাই বারিবো। বিরতির পর মাঠে ফিরে আক্রমণের ধার বাড়ায় মায়ামি।
৬০তম মিনিটে একটি গোল শোধ দেন তাদেও আইয়েন্দে। দুই মাস পর এদিন গোলের দেখা পেলেন মেসির স্বদেশি এই ফরোয়ার্ড। মিনিট দশেক পর তেলাস্কো সেগোভিয়া হেডে লক্ষ্যভেদ করলে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এর দুই মিনিট পর ফের ব্যবধান বাড়ায় স্বাগতিক দল। নিজের দ্বিতীয় গোলটি করেন বারিবো। ৮৭তম মিনিটে সেই চোখ ধাঁধানো ফ্রি কিক গোলটি করেন সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। গোলকিপার গোলবারের একদম ডান প্রান্তে দাঁড়িয়ে ছিলেন। বাঁ পায়ের জাদুকরী শটে সেই পাশ দিয়েই লক্ষ্যভেদ করেন মেসি। যোগ করা পঞ্চম মিনিটে সেগোভিয়াকে দিয়ে গোলও করান এই ৩৭ বছর বয়সী তারকা। যদিও সমতাসূচক গোলটির অধিক কৃতিত্ব সেগোভিয়ারই। মেসির থেকে বল পেয়ে বক্সের ওপর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই ভেনেজুলিয়ান মিডফিল্ডার।
ঘুরে দাঁড়িয়েও এমন ফল মেসিদের জন্য মোটেই স্বস্তিকর নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছে মায়ামি। এই আট ম্যাচে হাভিয়ের মাশচেরানোর দল হজম করেছে ২৩ গোল। এমএলএসেও টানা চার ম্যাচে জয়হীন থাকল ফ্লোরিডার ক্লাবটি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৪ ম্যাচে ৬ জয়, ৫ ড্র ও ৩ হারে ২৩ পয়েন্টে ষষ্ঠ মায়ামি। এক ম্যাচ বেশি খেলা ফিলাডেলফিয়া ৭ পয়েন্টে এগিয়ে সবার উপরে।