খেলা
স্বপ্ন ভাঙলো হামজাদের, আট বছর পর প্রিমিয়ার লীগে সান্ডারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
(১৮ ঘন্টা আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ১১:০৬ অপরাহ্ন

দ্বিতীয়ার্ধের অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পারলেন না হামজা চৌধুরীরা। প্রথমার্ধে পিছিয়ে পড়েও ম্যাচের যোগ করা পঞ্চম মিনিটে এসে জয়সূচক গোলটি খুঁজে নিল সান্ডারল্যান্ড। আজ ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে ২-১ গোলের জয়ে আট মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লীগে ফিরেছে দলটি। খুব কাছে গিয়েও ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফের হলো না শেফিল্ড ইউনাইটেডের।
বাংলাদেশি মিডফিল্ডার হামজার মূল দল লেস্টার সিটি ইতিমধ্যে অবনমিত হয়ে গেছে চ্যাম্পিয়নশিপে। যেখানে তিনি ধারে খেলছেন, সেই শেফিল্ডও থাকছে ইংলিশ ফুটবলের এই দ্বিতীয় স্তরে। এর আগে ২৪ দলের এই লীগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়ে প্রিমিয়ার লীগে সরাসরি উঠে গেছে লিডস ইউনাইটেড ও বার্নলি। আজ গোলের দিকে ৭টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে শেফিল্ড। সান্ডারল্যান্ডের ৯টির মধ্যে লক্ষ্যে থাকে ৩টি শট। প্রিমিয়ার লীগে ওঠার সুযোগের লক্ষ্যে এদিন ৭৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল হামজার দল। তবে ৩৬তম মিনিটে হ্যারিসন ব্যারোজের করা গোলটি ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) বাতিল না করলে ব্যবধান আরও বাড়তে পারত। এর আগে ম্যাচের ২৫তম মিনিটে টাইরিস ক্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। এরপর ৭৬তম মিনিটে গিয়ে সমতাসূচক গোলের দেখা পায় সান্ডারল্যান্ড। গোলটি করেন এলিজার মায়েন্দা। ম্যাচের যোগ করা সময়ে গিয়ে হৃদয় ভাঙে হামজাদের। যোগ করা পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন টম ওয়াটসন। এর আগে লীগ পর্বে সান্ডারল্যান্ডের চেয়ে পয়েন্ট ব্যবধানে অনেকটা এগিয়ে ছিল শেফিল্ড। ৪৬ ম্যাচে ২৮ জয়, ৮ ড্র ও ১০ হারে ৯০ পয়েন্ট নিয়ে তিনে ছিল দলটি। অন্যদিকে সমপরিমাণ ম্যাচে ৭৬ পয়েন্টে চারে অবস্থান করছিল সান্ডারল্যান্ড।