খেলা
কবে আসছেন হামজা-শমিত
স্পোর্টস রিপোর্টার
২৫ মে ২০২৫, রবিবারসিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হবে আগামী ৩১শে মে। এই ক্যাম্পে যোগ দিতে লাল-সবুজের ‘পোস্টার বয়’ হামজা চৌধুরী ঢাকায় আসবেন আগামী ২রা জুন। এরপর ৩রা জুন দেশে আসবেন কানাডিয়ান বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম। প্রবাসী এই দুই ফুটবলারের আগে ৩০শে মে ইতালি থেকে দেশে আসছেন ফাহমিদুল ইসলাম। আগামী ৪ঠা জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা ও শমিতের অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সদ্য শেষ হওয়া মৌসুম এবং ব্যক্তিগত ব্যস্ততা থেকে ফিরে তাদের ক্লান্তি বিবেচনায় রেখে ম্যাচটিতে বিশ্রামে রাখা হতে পারে এই দুই ফুটবলারকে। বিষয়টি জানিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘গত রাতেই হামজা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। মৌসুম শেষে পারিবারিক অনেক ব্যস্ততা আছে সেখানে। সেগুলো শেষ করতে পারলে ২রা জুন হামজা ঢাকায় পৌঁছাবে। তবে আমরা চাচ্ছি কোনোভাবে যদি তাকে আগে আনা যায়। তাহলে তাকে আমরা প্রস্তুতি ম্যাচে বদলি হলেও মাঠে নামাতে পারবো। আর শমিত সোমের ক্লাব ম্যাচ রয়েছে ৩১শে মে। তাই ক্যাম্পের শুরু থেকে তাকে পাওয়া কঠিন হতে পারে। ৩০শে মে থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে অবশ্যই থাকবেন ফাহমিদুল ইসলাম, যিনি স্প্যানিশ কোচের অধীনে প্রথম দিন থেকেই অনুশীলনে অংশ নেবেন।’ ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সেই ম্যাচকে ঘিরেই মূল স্কোয়াড গঠনের পরিকল্পনা চলছে। জাতীয় দলের ম্যানেজার আরও জানান, কোচ কয়েকটা ম্যাচ দেখবেন। এরপর উনার যে পরিকল্পনা আছে, স্কোয়াড আছে, ওইটা নিয়ে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে দল সাজাবেন।