খেলা
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো
স্পোর্টস রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবারবিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো শুরু হয়েছে। সকালে বিকেএসপি’র পরিচালক ( প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধান অতিথি বাংলাদেশ সহ বিদেশি দল দু’টিকে বিকেএসপিতে স্বাগত জানান এবং দুই দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টের সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির উপ-পরিচালক (প্রশাসন) মো. ছগির হোসেন ও ক্রিকেট বিভাগের চিফ কোচ মন্টু কুমার দত্ত। প্রতিযোগিতার প্রথম দিনে ৪৫ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (এ) দলের মো. জাহিদ হাসান নেপালের রিওয়াজ লামা তামংকে হারান। ব্রোঞ্জ পদক পান বিকেএসপি (বি) দলের হালাথুই চিং মারমা ও বিকেএসপি (ডি) দলের বারন পায়েল। অপর স্বর্ণটি আসে ৫০ কেজি ওজন শ্রেণিতে। বিকেএসপি (সি) দলের মো. ওয়াদুদ রনির হাত ধরে। রৌপ্য পদক পান বিকেএসপি (বি) দলের আমির হোসেন এবং ব্রোঞ্জ পদক পান চাঁপাইনবাবগঞ্জের মো. সুলতান মাহমুদ ও বিকেএসপি (এ) দলের মো. আব্দুল হামিদ শাহরিয়ার। মেয়েদের ৪৪ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি (এ) দলের রেমী হাসি বিকেএসপি (বি) দলের সিফাত আরা শুশিকে পরাজিত করে স্বর্ণ জেতেন এবং ব্রোঞ্জ জেতেন নেপালের সমিতা নেপালী ও বাংলাদেশ আনসারের ফারিয়া আক্তার রীনা। মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে নেপালের নিশা শ্রেষ্ঠ বিকেএসপি (সি) দলের স্বর্ণা রাণী সরকারকে হারিয়ে স্বর্ণ জেতন। প্রতিযোগিতায় নেপাল, ভূটান ও স্বাগতিক বাংলাদেশের মোট ১৬৯ জন জুডোকা ১৩টি ওজন শ্রেণিতে ৫২ টি পদকের জন্য লড়ছে । বাংলাদেশের হয়ে বিকেএসপির ৪টি দল ছাড়াও দেশের বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার দল অংশগ্রহণ করছে।