ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

সাবিনাকে বিশ্রামে যেতে বললেন বাটলার

স্পোর্টস রিপোর্টার
২৬ মে ২০২৫, সোমবার
mzamin

বাংলাদেশের নারী ফুটবলে কিংবদন্তি সাবিনা খাতুন। তার অধিনায়কত্বে পরপর দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লাল সবুজ জার্সিতে ৫৬ ম্যাচে ৩৬  গোল করেছেন এই ফরোয়ার্ড। সবশেষ ভুটান লীগে গত সপ্তাহে এক ম্যাচে আট গোল করেন সাবিনা। সেই সাবিনাকে আসন্ন জর্ডান সফরে দলে ডাকেননি পিটার বাটলার। দলের অন্যতম সেরা ডিফেন্ডার মাসুরা পারভীনকেও নেয়ার প্রয়োজন মনে করেননি এই বৃটিশ কোচ। কৃষ্ণা রানী সরকার, মাতসুশিমা সুমাইয়া ও সানজিদা আক্তারও বাদ পড়েছেন। দারুণ ছন্দে থাকার পরেও সাবিনা ও মাসুরাকে কেন বাদ দেওয়া হয়েছে তা নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে তোপের মুখে পড়েন কোচ পিটার বাটলার ও বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। সেখানে এক পর্যায়ে বাটলার সাবিনাকে বিশ্রামে যাওয়ার পরামর্শওদেন। 
গত ৩০শে জানুয়ারি হঠাৎ সাবিনার নেতৃত্বে  কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেন ১৮ ফুটবলার। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা কোচ বাটলারের বিরুদ্ধে হয়রানিসহ বিভিন্ন অভিযোগ তুলে জানান, কোচকে দায়িত্বে বহাল রাখা হলে তারা খেলবেন না। এ বিষয়ে বাফুফে সভাপতিকেও চিঠি দেন তারা। বিদ্রোহ করা এই ১৮ ফুটবলারকে বাইরে রেখেই সর্বশেষ আরব আমিরাত সফরে যায় বাংলাদেশ দল। সেখানে দুটি ম্যাচেই হার দেখে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। গত ফেব্রুয়ারিতে ওই সংযুক্ত আরব আমিরাত সফরের স্কোয়াডে থাকা ১১ জনকে জর্ডানের এই ত্রিদেশীয় টুর্নামেন্টের দলে রেখেছেন কোচ। তারা হলেন আফঈদা খন্দকার (অধিনায়ক), মেঘলা রানী, জয়নব বিবি, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শাহেদা আক্তার, সুরভী আকন্দ,  মোসাম্মত সুলতানা ও নবীরণ খাতুন। এই সফরে নতুন মুখ তিনজন। তারা হলেন গোলরক্ষক ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা।

 গতকাল দল ঘোষণা করতে সংবাদ সম্মেলনে হাজির হন পিটার বাটলার। সেখানে শুরুতেই সাবিনা-মাসুরার বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে বাটলার বলেন, ‘সাবিনার অনেক অর্জন রয়েছে। সেটার প্রতি আমি অশ্রদ্ধাশীল নই। এরপরও বলব তার (সাবিনা) সময় শেষের দিকে। তার বিশ্রামে যাওয়া উচিত। আর মাসুরা এখন সঠিক শেপে নেই। এই বাস্তবতা মানতে হবে।’ সাবিনাদের খেলা ভুটান লীগের ফলাফল নিয়েও খানিকটা প্রশ্ন তুলে বাটলার বলেন, ‘২৮-০ স্কোরলাইন নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ করে না।’ সাবিনা-মাসুরারা ভুটান লীগ শেষে বাফুফে ক্যাম্পে যোগদান করলে পুনরায় তারা জাতীয় দলের জন্য বিবেচনায় আসবেন কিনা এই বিষয়টি অবশ্য পরিষ্কার করেননি বাটলার। সাবিনা-মাসুরা বৃটিশ কোচ বাটলার হঁটাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বাফুফের উদ্যোগে সেটা সমঝোতা হলেও দল নির্বাচনে অনেকের ধারণা কোচ সেটারই প্রতিশোধ নিয়েছেন। তাই কোচকে একেবারে সরাসরি জিজ্ঞাসা- সাবিনা, মাসুরা ট্যাকনিক্যাল-ট্যাকটিক্যাল বাদ নাকি ‘ইগো’গত কারণে? এর উত্তরে বাটলার বলেন, ‘তথ্য ও রেফারেন্সের ভিত্তিতেই আমি দল গড়েছি। কৃষ্ণা প্রায় দেড় বছরে খেলেনি। সানজিদাও বেশি ম্যাচ খেলেনি। নীলা ইনজুরিতে, সুমাইয়া জাতীয় দলে তেমন খেলেনি।’ 

সিনিয়র ফুটবলাররা সংযুক্ত আরব আমিরাত সফরে যায়নি। তখন ডিফেন্ডার আফঈদা খন্দকারকে অধিনায়ক করেছিলেন কোচ বাটলার। এবার জর্ডান সফরের জন্য মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়রের মতো সিনিয়র ফুটবলার রয়েছেন। এরপরও অধিনায়কত্বের আর্মব্যান্ড আফঈদার হাতেই। এর কারণ সম্পর্কে বাটলার বলেন, ‘শুধু খেলা নয় এবং অভিজ্ঞতাও নয়। নেতৃত্বের গুণাবলি ও আরো কিছু বিষয়ের ওপর অধিনায়কত্ব হয়। সেই বিবেচনায় আমার কাছে আফঈদা অধিনায়ক। এটা আমার সিদ্ধান্ত।’  বাটলার ৯ বিদ্রোহীকে দলে নিয়েছেন। তারা হলেন রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মৎ সাগরিকা।
২৩শে জুন থেকে শুরু এএফসি নারী এশিয়ান কাপ বাছাই, চলবে ৫ই জুলাই পর্যন্ত। মিয়ানমারে ‘সি’ গ্রুপের খেলায় বাংলাদেশের তিন প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। গুরুত্বপূর্ণ সেই টুর্নামেন্টের আগে ৩১শে মে ও ৩রা জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সকাল ১০টায় জর্ডানের বিমান ধরার কথা নারী ফুটবল দলের।
 

২৩ সদস্যের বাংলাদেশ দল
গোলরক্ষক: রুপনা চাকমা, মেঘলা রানী, ফেরদৌসী আক্তার।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার, শান্তি মার্ডি।
ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status