খেলা
পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ২৬ মে ২০২৫, সোমবার, ১২:৩৬ পূর্বাহ্ন

আঙুলের চোটে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে সসর্বশেষ ম্যাচে বাম হাতের আঙুলে চোট পান তিনি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ। ১৬ টেস্ট ও ২ ওয়ানডে খেলা খালেদের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, গত রাতে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান মোস্তাফিজ। তাঁর আঙুলে চিড় ধরেছে। ফলে তাঁকে কমপক্ষে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
জাতীয় দলে ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, ‘গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুরের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরে। এই আঘাতের কারণে তাঁর বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন। আমাদের বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী, তাঁকে আগামী দুই থেকে তিন সপ্তাহ পাওয়া যাবে না। তিনি কতটা সেরে উঠলেন, তা দুই সপ্তাহ পর মূল্যায়ন করব।’