দেশ বিদেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিষয়ে আলোচনার কোনো পরিকল্পনা নেই- আব্বাস আরাঘচি
মানবজমিন ডেস্ক
২৮ জুন ২০২৫, শনিবারপারমাণবিক কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই ইরানের। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকা অবস্থায় ইসরাইলের হামলায় সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর তারা নিজেরা সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। আরাঘচি আরও অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। বলেছেন, আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনীতিককে ধোঁকা দিয়েছে। ভবিষ্যতে আলোচনার বিষয়ে ইরান এই অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেবে। এদিকে ডনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠক হওয়ার দাবি করেছেন। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ট্রাম্পের ওই দাবিকে উড়িয়ে দেন আরাঘচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো পর্যন্ত নতুন করে পরোক্ষ আলোচনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি আরও বলেন, তাদের বক্তব্য পরস্পরবিরোধী। উল্লেখ্য, ১৩ই জুন ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর তা ১২ দিন স্থায়ী হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় ইরানে কমপক্ষে ৬০৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৩৩২ জন। এ ছাড়া ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২৯ ইসরাইলি নিহত হয়েছে। আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন। সূত্র: আনাদোলু