দেশ বিদেশ
‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করলো ইউসিবিডি
স্টাফ রিপোর্টার
২৯ জুন ২০২৫, রবিবার
মোনাশ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ক্রেডেনশিয়ালসহ ফাউন্ডেশন ইয়ার এবং ডিপ্লোমা সম্পূর্ণ করলো ১২০ জন শিক্ষার্থী। শনিবার লা মেরিডিয়ান ঢাকার গ্র্যান্ড বলরুমে ‘মোনাশ কলেজ গ্র্যাজুয়েশন কনভোকেশন-২০২৫’ আয়োজন করে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন ইয়ার এবং মোনাশ কলেজ ডিপ্লোমা (ব্যবসা, প্রকৌশল এবং তথ্য প্রযুক্তি) প্রোগ্রামে অধ্যয়নরত ১২০ জন শিক্ষার্থী এই দিন নিজেদের গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। এই বছরের কনভোকেশনটি ছিল ইউসিবিডি’র সমাদৃত মোনাশ প্রোগ্রামের অষ্টম ও নবম ইনটেকের জন্য আয়োজিত চতুর্থ গ্র্যাজুয়েশন ইভেন্ট। সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর হিউ গিল উষ্ণ অভ্যর্থনা ও অভিনন্দনের মাধ্যমে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ৯৮ শতাংশ পাসের হার এবং আমাদের অধিকাংশ শিক্ষার্থীর সেরা গ্রেড অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। এ সময় জানানো হয়, ইউসিবিডি মোনাশের বিশেষ অংশীদার এবং এর সকল গ্র্যাজুয়েটদের অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা হয়; যা কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৫-এ ৩৭তম স্থানে রয়েছে।
প্রধান অতিথি বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার ক্লিফটন পোবকে বলেন, ইউসিবিডি এবং মোনাশের মধ্যে এই অংশীদারিত্ব গুরুত্ব বহন করে। শিক্ষার মাধ্যমে কীভাবে বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং দীর্ঘস্থায়ী বৈশ্বিক পরিবর্তন ত্বরান্বিত করা যায়, সেটির প্রতিফলন এই অংশীদারিত্ব। যারা এই প্রোগ্রাম সম্পূর্ণ করেছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই।
সনদ প্রদান এবং শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং প্রধান বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা; ইউসিবিডি বোর্ডের সদস্য, ইউসিবিডি’র প্রেসিডেন্ট অধ্যাপক হিউ গিল; ইউসিবিডি’র একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মো. ইসমাইল হোসেন এবং এসটিএস গ্রুপের সিইও মানাস সিং।