ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী

১লা জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত কর্মসূচি জামায়াতের

স্টাফ রিপোর্টার
২৯ জুন ২০২৫, রবিবার

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ১লা জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত ভিন্ন ভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য ১লা জুলাই দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ১৯শে জুলাই জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহ্‌রাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ এবং ৫ই আগস্ট ঢাকাসহ দেশব্যাপী গণমিছিল পালন করবে দলটি। এ ছাড়া রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় নেতারা। শনিবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ১লা জুলাই জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী বিভিন্ন শাখায় দোয়া অনুষ্ঠান, ২ থেকে ৪ঠা জুলাই দেশব্যাপী দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ; ৮ থেকে ১৫ই জুলাই শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন জামায়াত নেতারা। ১৯শে জুলাই জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে সোহ্‌রাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে দলীয় নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। একইদিন শহীদ পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জামায়াত আমীর অংশগ্রহণ করবেন। ২০ থেকে ২৪শে জুলাই জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে সেমিনার-সিম্পোজিয়াম করা হবে। ২৫ থেকে ২৮শে জুলাই জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের ওপর ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ থেকে ৩০শে জুলাই মহিলা ও ছাত্রীদের উদ্যোগে কেন্দ্রসহ সব শাখায় সারা দেশে আলোচনা সভার আয়োজন। ১ থেকে ৩রা আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন। সেদিনটিকে স্মরণ করতে দেশব্যাপী গণমিছিল পালন করবে দলটি। এ ছাড়া রাষ্ট্রীয় কর্মসূচিতে জাতীয় ও স্থানীয়ভাবে অংশগ্রহণ করবেন দলটির নেতারা। ৬ থেকে ৮ই আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেম-ওলামাদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান। এভাবেই ১লা জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত ভিন্ন ভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন ও সফল করতে সহযোগিতার আহ্বান জানান তিনি। গণমাধ্যম জুলাই গণ-অভ্যুত্থানে অসাধারণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণআকাঙ্ক্ষা পূরণে, একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের আয়োজনে এ জাতি যে যাত্রা শুরু করেছে গণমাধ্যম তার অসাধারণ ও নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status