ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

পাঞ্জাব প্রাদেশিক পরিষদে হট্টগোল: বিরোধী ২৬ এমপি সাময়িক বরখাস্ত, ১০ জনকে জরিমানা

মানবজমিন ডেস্ক
২৯ জুন ২০২৫, রবিবার

পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদে বাজেট অধিবেশন চলাকালে ব্যাপক হট্টগোল, স্লোগান ও দলীয় কাগজ ছিঁড়ে ছুড়ে মারার অভিযোগে বিরোধী দলের ২৬ জন আইনপ্রণেতাকে ১৫টি অধিবেশনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্পিকার মালিক মোহাম্মদ আহমাদ খান এই সিদ্ধান্ত ঘোষণা করেন। শনিবার এক সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, পার্লামেন্টের মর্যাদা ও শৃঙ্খলা রক্ষা করাই আমার দায়িত্ব। প্রতিবাদের অধিকার আছে, তবে তা সংবিধান, আইন ও বিধি অনুসারে হতে হবে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ২৭শে জুন দেয়া আদেশে স্পিকার জানান, সংসদের বিধি ১৯৯৭-এর ২১০(৩) ধারা অনুযায়ী তিনি এই ব্যবস্থা গ্রহণ করেন। আদেশে বলা হয়, অধিবেশন শুরু হতেই বিরোধী সদস্যরা সকল সংসদীয় শিষ্টাচার উপেক্ষা করে আচরণ শুরু করেন। তারা এজেন্ডার কাগজ ছিঁড়ে সরকারি বেঞ্চে ছুড়ে মারেন। অশালীন ভাষা ও অশ্রাব্য স্লোগান দেন। এমনকি সরকারি দলের সদস্যদের সঙ্গে হাতাহাতিও করেন। স্পিকার আরও বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও বিরোধী দল তার নির্দেশ অমান্য করেছে ও অধিবেশনের কার্যক্রমে ইচ্ছাকৃত বাধা দিয়েছে। ঘটনার ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে ১০ জন বিরোধী এমপিকে জরিমানা করা হয়েছে। তাদের প্রত্যেককে ২,০৩,৫৫০ রুপি করে জরিমানা শোধ করতে হবে। এই সদস্যরা সভাকক্ষের মাইক্রোফোন ভাঙাসহ নানা ধরনের ভাঙচুরে যুক্ত ছিলেন। যেসব সদস্যকে জরিমানা করা হয়েছে তারা হলেন- চৌধুরী জাভেদ কাউসার, আসাদ আব্বাস, তানভীর আসলাম, রিফাত মাহমুদ, মোহাম্মদ ইসমাইল, শাহবাজ আহমদ, ইমতিয়াজ মাহমুদ, খালিদ জুবায়ের, রানা আওরঙ্গ জইব ও মোহাম্মদ আহসান আলী। স্পিকার জানিয়েছেন, সাতদিনের মধ্যে জরিমানা না দিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্পিকার মালিক আহমাদ খান আরও জানান, এই ২৬ জন সদস্যের বিরুদ্ধে পাকিস্তান নির্বাচন কমিশনে একটি রেফারেন্স পাঠানো হচ্ছে। 
পাশাপাশি তিনি বলেন, যদি কেউ নিয়ম মানতে না চান, তবে আমার দায়িত্ব তাকে সংসদে প্রবেশে বাধা দেয়া। জবাবে পাঞ্জাবের বিরোধীদলীয় নেতা মালিক আহমাদ খান ভাচার এই সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেন। তিনি বলেন, স্পিকারের শরীরী ভাষা থেকেই বোঝা যাচ্ছিল, তিনি চাপে আছেন। তিনি আমাকে বলেছিলেন, যেন মুখ্যমন্ত্রীর ভাষণের সময় প্রতিবাদ না করি- তাহলে আমরা প্রতিবাদ করবো কার সামনে? তিনি আরও ঘোষণা করেন, আমরা প্রতিবাদ করব, সংসদের ভিতরেও করবো, বাইরেও করবো।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status