দেশ বিদেশ
পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে নিহত ৩
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
৩০ জুন ২০২৫, সোমবারভারতের ওড়িশা রাজ্যের পুরীতে রথযাত্রায় বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে ৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত? হয়েছেন কমপক্ষে ১৫ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন প্রৌঢ়। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রোববার সকালে পুরীর জগন্নাথ মন্দির থেকে তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের সামনে। এ বছর পুরীর রথযাত্রা অনেক দেরিতে শুরু হলেও মাঝপথে আটকে যায়। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে তিনটি রথ শুক্রবার মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেও তা গন্তব্যে পৌঁছাতে পারেনি। শনিবার তিনটি রথ পৌঁছায় গুন্ডিচা মন্দিরে। কিন্তু শনিবার রথ থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নামানো যায়নি। রাতভর তিনটি রথ ঘিরে বহু ভক্ত ভিড় করেছিলেন।
পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করেই রথের কাছে পৌঁছানোর চেষ্টা করেন ভক্তরা। আর তাতেই রোববার ভোরে ঘটে যায় বিপত্তি। পদপিষ্ট হওয়ার কারণ হিসেবে অপ্রত?্যাশিত ভিড়ের কথাই জানিয়েছে ওড়িশা সরকার। স্থানীয় সূত্রে বলা হয়েছে- এত মানুষের ভিড় হয়েছিল যে, সামলানোর মতো পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না। একসময় ঠেলাঠেলিতে কয়েকজন পড়ে যাওয়াতে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, এবার রথযাত্রা শুরু হতে বিলম্ব হওয়ায় রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে। বিজেডি প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এটিকে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা যা করতে পারি তা হলো প্রার্থনা। মহাপ্রভু জগন্নাথ যেন এই বছর এই ঐশ্বরিক উৎসবকে ছেয়ে ফেলা ভয়াবহ বিশৃঙ্খলার জন্য দায়ী সকলকে ক্ষমা করেন।’