দেশ বিদেশ
নতুন অর্থবছরে পিকেএসএফের ১২ হাজার ৩৪৬ কোটি টাকার বাজেট অনুমোদন
স্টাফ রিপোর্টার
৩০ জুন ২০২৫, সোমবারপল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ১২ হাজার ৩৪৬ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। এবং ২০২৪-২৫ অর্থবছরে ১০ হাজার ৩৩৭ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করেছে। গতকাল পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ২৬০তম সভায় সাধারণ পর্ষদের ১৪তম সভায় পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০)’-এর প্রতি সমর্থন ব্যক্ত করে এ বাজেট অনুমোদন করা হয়। এসময় সংস্থাটির চেয়ারম্যান জাকির আহমেদ খানসহ ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিচালনা পর্ষদের ২৬০তম সভায় দেশের সুবিধাবঞ্চিত, নিম্ন-আয়ের মানুষের টেকসই উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারাকে আরও বেগবান করার লক্ষ্যে পিকেএসএফ কৌশলগত পরিকল্পনা (২০২৫-২০৩০) অনুমোদন করা হয়। পিকেএসএফ জানায়, দেশে টেকসইভাবে দারিদ্র্য নিরসন ও নিম্ন-আয়ের মানুষের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পিকেএসএফ নতুন এই কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করে এবং ২০২৫-২৬ অর্থবছরে ১১ হাজার কোটি টাকার ঋণ বিতরণের প্রস্তাব উত্থাপন করে। পরিচালনা পর্ষদ প্রস্তাবটি গ্রহণ করে তা সাধারণ পর্ষদে অনুমোদনের লক্ষ্যে উপস্থাপনের পরামর্শ প্রদান করে। ২০২৪-২৫ অর্থবছরে পিকেএসএফ থেকে সহযোগী সংস্থা পর্যায়ে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৯ হাজার ৩৪০ কোটি টাকা। বর্ধিত এ অর্থায়নের ফলে সহযোগী সংস্থাগুলো তৃণমূলে আরও বেশি সংখ্যক মানুষকে অধিকতর কার্যকরভাবে পিকেএসএফের সেবাসমূহ পৌঁছে দিতে পারবে বলে মনে করছে পিকেএসএফ।