ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

চানখাঁরপুলে ৬ ছাত্র-জনতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ

স্টাফ রিপোর্টার
৩০ জুন ২০২৫, সোমবার

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় ডিএমপি’র সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি ৩রা জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর এমএইচ তামিম, মিজানুল ইসলাম, শহীদুল আলম সরদার, ফারুক আহমেদসহ অন্যরা। গতকাল এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। তবে ২ জন আসামির আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। মামলার বাকি আসামিদের শুনানির জন্য ২ সপ্তাহ সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। পরে আগামী ৩রা জুলাই অব্যাহতির আবেদন শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ ছাড়া পলাতক ৪ আসামির পক্ষে নিয়োগ পাওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কুতুবউদ্দিন আহমেদকে নিয়ে প্রশ্ন তোলেন ট্রাইব্যুনাল। এ সময় তার নিয়োগপত্র দেখতে চান আদালত। কিন্তু তৎক্ষণাৎ বেঞ্চ অফিসার কুতুবুদ্দিনের নিয়োগপত্র দেখাতে না পারায় তার বক্তব্যও আগামী ৩রা জুলাই শুনবেন ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল তার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন বলে জানায়। এদিন সকালে এ মামলার ৪ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ?ও মো. নাসিরুল ইসলাম।
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। ট্রাইব্যুনালে অভিযোগ গঠন সংক্রান্ত প্রথম কোনো শুনানি শুরু হওয়ায় দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, তার দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। তিনি বলেন, রাজধানীর চানখাঁরপুল এলাকায় আসামিগণ কর্তৃক নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শহীদ শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, শহীদ মো. ইয়াকুব, শহীদ মো. রাকিব হাওলাদার, শহীদ মো. ইসমামুল হক এবং শহীদ মানিক মিয়াকে গুলি করে হত্যা করে। এদিকে, আসামিপক্ষের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চাওয়া হয়। একপর্যায়ে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিপক্ষের করা অব্যাহতির আবেদন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন।
শুনানি শেষে, প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জ্ঞাতসারে অপরাধ সংঘটিত করেছেন। তারই একটা পার্ট হচ্ছে চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যা করা। এখানে ২টি বিষয় লক্ষণীয়। প্রথমটা হচ্ছে ৫ জন কমান্ড রেস্পন্সিবিলিটির আসামি। বাকি ৩ জন বাস্তবায়নের আসামি। অর্থাৎ তারা সরাসরি গুলি করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজকে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। এ ছাড়া আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ৩রা জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালাত। ট্রাইব্যুনাল যদি শুনানি শেষে চার্জ ফ্রেম করেন, তাহলে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানান তিনি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status