বাংলারজমিন
কেশবপুরে ২ বছর না যেতেই ফের সংস্কারের অপেক্ষায় সড়ক
কেশবপুর (যশোর) প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবার
যশোরের কেশবপুরে ১৬৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা যশোর-কেশবপুর-চুকনগর সড়ক ২ বছর না যেতেই ফের সংস্কারের অপেক্ষায় ধুঁকছে। ব্যাপক অনিয়মের মধ্যে একনেকে পাস করা নকশা কাটছাঁট করে কমিশনভোগী মোজাহার ইন্টারন্যাশনালের সংস্কার করা রাস্তা জামানতের টাকা উঠানোর সঙ্গে সঙ্গে ভেঙে খানাখন্দে ভরে গেছে। এছাড়া বৃষ্টির মৌসুমে অবস্থা হয় আরও বেগতিক। বিশেষ করে কেশবপুর থেকে চুকনগরমুখী সড়কে বড় বড় গর্তে ভারী যান চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া যশোরের রাজারহাট খেকে খুলনার চুকনগর পর্যন্ত ৩৮ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় বিটুমিন উঠে গর্ত হয়ে পানি জমে নাজেহাল অবস্থা। কেশবপুর ও মনিরামপুর পৌর শহরের মধ্য দিয়ে যাওয়া অংশের অবস্থা সবচেয়ে খারাপ। সড়ক ও জনপদ বিভাগ নামে মাত্র মেরামত করলেও একদিন না যেতেই আগের অবস্থায় ফিরে আসে। রাস্তার দুই ধারে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিদিন ৩৮ কিলোমিটার রাস্তায় কোথাও না কোথাও মালবাহী ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটছে। এদিকে মনিরামপুরের পৌরসভার মধ্যভাগের অবস্থা খুবই নাজুক। তৎকালীন রাজনৈতিক প্রভাবে ৩৮ ফুট রাস্তা চওড়ার স্থলে ২২ ফুট এ সীমাবদ্ধ থাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের মধ্যে যানজট লেগেই থাকে। একনেকের পাস হওয়া রাস্তায় চুকনগর অংশে ওয়াচ টাওয়ার এবং গোল চক্করের ব্যবস্থা থাকলেও সেই অর্থ কাটছাঁট করে নকশা থেকে উঠিয়ে দেয়া হয়েছে। একই অবস্থা রাজারহাট থেকে চুকনগর পর্যন্ত ৩৮ কিলোমিটার রাস্তার।
কেশবপুর শহরের ট্রাকচালক শরিফুল ইসলাম বলেন, সড়কের ভাঙাচুরার কারণে ট্রাকে ব্যাপক ড্যামারেজ খরচ বৃদ্ধি পেয়েছে। একই অভিযোগ করেন মনিরামপুর শহরের সুজনের সভাপতি অধ্যক্ষ আব্বাস উদ্দিন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।