ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মসজিদে মুসল্লি বাড়লে সমাজে অপরাধ কমবে: ধর্ম উপদেষ্টা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবার
mzamin

মসজিদে মুসল্লির সংখ্যা বাড়লে সমাজের অপরাধ প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। গতকাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে এক বক্তব্যে তিনি এমন মন্তব্য করে বলেন। তিনি আরও বলেন, নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত রাখে। আমরা যত বেশি মুসল্লী বাড়াতে পারবো, ততই সমাজ থেকে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ কমতে শুরু করবে।
খালিদ হোসেন বলেন, এ এলাকায় কোনো সম্মানিত আলেম বা বুজুর্গ ব্যক্তির আগমন ঘটলে তাদের থাকার জন্য মসজিদে মেহমানখানা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম রয়েছে। যেখানে দেড়শ’ থেকে দুইশ’ মানুষ একসঙ্গে ধর্মীয় ও সামাজিক আলোচনা করতে পারবে। আমরা মসজিদ নির্মাণ করে দিয়েছি। তবে এটিকে সচল ও আবাদ রাখা স্থানীয়দের দায়িত্ব। নির্মাণে কোনো ত্রুটি থাকলে ইউএনওকে জানালে আমাদের দল দ্রুত ব্যবস্থা নেবে। তিনি বলেন, এই মসজিদের মাধ্যমে আশপাশের এলাকায় তাওহীদের আলো ও সুন্নতের শিক্ষা ছড়িয়ে পড়বে। সারা দেশে ৫৬৪টি মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি ইতিমধ্যেই শেষ হয়েছে এবং বাকি প্রায় ১৫০টি নির্মাণাধীন। পঞ্চগড় থেকে টেকনাফ পর্যন্ত প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। ধর্ম উপদেষ্টা জানান, বান্দরবানে আরেকটি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সমপ্রদায়ের মানুষ রয়েছে। রাঙ্গামাটিতেও ১০টি মসজিদ নির্মাণ করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে ১৮টি চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে। যা প্রাকৃতিক দুর্যোগে আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status