বাংলারজমিন
পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবার
পাবনার সাঁথিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কের বনগ্রাম পূর্বপাড়া কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের হাশেমের ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলা গ্রামের এরাদের ছেলে মুনসুর আলী (৪০), অপরজন অজ্ঞাত (৪০)।
শুক্রবার ভোরে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের তিন যাত্রী নিহত হয়। আহত হয় আরও কমপক্ষে ১০ জন। স্থানীয় কামারপাড়ার জাকির হোসেন জানান, আমরা ভোরে স্থানীয় মসজিদে নামাজ আদায় করছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দ পাই। মসজিদ থেকে বের হয়ে দেখি কোচ ও ট্রাকের সংঘর্ষেরে ঘটনা। তিনি জানান, বৃষ্টির মধ্যে পাবনা এক্সপ্রেস কোচ ওভারটেকিং করার সময় অপর দিক থেকে ট্রাক এসে কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যানজট শুরু হলে পুলিশ এসে সড়ক থেকে কোচ ও ট্রাক সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করেন। এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আমরা তিনজনের লাশ উদ্ধার করেছি। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।