বাংলারজমিন
উখিয়ায় কিচেন মার্কেট প্রকল্পের কাজ শুরু হয়নি চার মাসেও
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
৫ জুলাই ২০২৫, শনিবার
চলতি বছরের ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনো আলোর মুখ দেখেনি কক্সবাজারের উখিয়ার দারোগাবাজারে পাঁচতলাবিশিষ্ট কিচেন মার্কেট নির্মাণকাজ। দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প (ঝঈজউচ)-এর আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৯ লাখ টাকা। নির্ধারিত সময় অনুযায়ী ২০২৭ সালের ১০ই ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও, দীর্ঘ চার মাস পেরিয়ে গেলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভে ফুঁঁসছেন স্থানীয় ব্যবসায়ীরা।
জানা গেছে, উক্ত প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল বাশার ও মেসার্স জসিম অ্যান্ড ব্রাদার্স। কিন্তু দীর্ঘদিন ধরে নির্মাণস্থলে কার্যক্রম শুরু না হওয়ায় ব্যবসায়ীরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করছেন। বাজারের ব্যবসায়ী মোসলেহ উদ্দিন বলেন, ‘নির্ধারিত সময়ে কাজ শুরু হলে অন্তত প্রাথমিক কাজ এগিয়ে যেতো। এখন আমরা হতাশ। ঈদের আগেই দোকান খালি করতে বলা হয়েছিল, কিন্তু প্রকল্পসংশ্লিষ্টদের গড়িমসির কারণে এখনো কিছুই হয়নি।’ এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আবুল বাশার জানান, বাজারের ব্যবসায়ীরা কোরবানির ঈদ পর্যন্ত সময় চেয়েছিলেন। ঈদের পরেই দোকানগুলো খালি করে দেবেন বলে জানিয়েছেন। আমরা ইতিমধ্যে অস্থায়ী দোকানের ব্যবস্থা করেছি। ব্যবসায়ীরা সরলেই নির্মাণকাজ শুরু হবে। এ প্রসঙ্গে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান বলেন, এই মার্কেটটি হবে একটি আধুনিক বাজার যেখানে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের সুবিধা থাকবে। এলজিইডি এবং বাজার ইজারাদারদের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করা হবে। উল্লেখ্য, দারোগাবাজার উখিয়া উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন হাজারো ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখর থাকে বাজারটি। পরিকাঠামোগত সংকট থাকায় দীর্ঘদিন ধরে আধুনিক কিচেন মার্কেট নির্মাণের দাবি ছিল ব্যবসায়ীদের। সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ সমন্বয়ের মাধ্যমে কাজ শুরু হলে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি শেষ করা সম্ভব হবে।