বাংলারজমিন
বেনাপোলে বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, শনিবার
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরোমানিক (৩৮) নামের এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনছার সদস্যরা। শুক্রবার সকালে বেনাপোল স্থলবন্দরের নিয়োজিত আনছার বাহিনীর পিসি এইচএম হেলালউজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার (৩রা জুলাই) রাত ১২টার দিকে বন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটক ট্রাকচালক ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ পরোমানিকের ছেলে। আনছার বাহিনীর পিসিএইচএম হেলালউজ্জামান জানান, গোপন সংবাদের আনছার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয় বন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনালে। এ সময় ভারতীয় ট্রাক নিয়ে ওই চালক বন্দরের টার্মিনালে প্রবেশ করলে তাকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ২০টি পাসপোর্ট জব্দ করা হয়। পাসপোর্টগুলোতে সার্বিয়ার ভিসা লাগানো রয়েছে। পরে জিজ্ঞাসাবাদে বেচারাম স্বীকার করেন ভারতে বনগাঁ শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে পাসপোর্টগুলো এনে বেনাপোলে রাজ্জাক নামে এক ব্যক্তির কাছে জমা দিতেন। এর বিনিময়ে তিনি পেতেন ৩ হাজার টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।