দেশ বিদেশ
আস-সাদকা ফাউন্ডেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ৬:১১ অপরাহ্ন
আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সমাজসেবা ও জনকল্যাণে অবদান শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন পরিকল্পনা দরিদ্র উন্নয়ন ও আইন বিষয়ক অতিরিক্ত সচিব ও আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা জোবাইদা বেগম। সম্মেলন উদ্বোধন করেন এস আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব হাসান মনছুর (শাহীন)। আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি তামজিদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা আকরাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী ও আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট মো. ছারওয়ার কামাল চৌধুরী, উপদেষ্টা ইয়াছমিন আক্তার মিম, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির মানিক প্রমুখ। সম্মেলনের বক্তারা বলেন, আস-সাদকা ফাউন্ডেশন বাংলাদেশ কিছু সৎ ও নির্লোভ মানুষ দ্বারা পরিচালিত। বর্তমানে সমাজসেবা ও জনকল্যাণে বিশেষ অবদানের কারণে সংগঠনটি আলোচনায় এসেছে। আগামীদিনে জাতীয় পর্যায়েও এর অবদান পরিলক্ষিত হবে বলে আশা করেন তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য মো. সাইফুল ইসলাম শিমুল।