প্রথম পাতা
আওয়ামী লীগ সরকারের এমন অবস্থা হবে ১৫ বছর আগেই আঁচ করেছিলাম
শুভ্র দেব
২ সেপ্টেম্বর ২০২৪, সোমবারমন্ত্রিসভা থেকে ঠিক কী কারণে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ? সেটি এখনো অনেকের কাছে অজানা। রাজনৈতিক পরিবারের এই সদস্য অনেক আগ্রহ নিয়ে রাজনীতিতে এসেছিলেন। গাজীপুর-কাপাসিয়া থেকে ২০০১ সালে নির্বাচন করে আওয়ামী লীগের ভরাডুবির মধ্যে ৫৮ আসনের একটিও তার ছিল। পরবর্তীতে ১/১১ এর পর ২০০৮ সালে এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। কিন্তু বেশি দিন তিনি দায়িত্ব পালন করেননি। স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু কেন পদত্যাগ করেছিলেন তা স্পষ্ট করেননি সোহেল তাজ। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানবজমিনের মুখোমুখি হয়েছিলেন তিনি। খোলাসা করেছেন পদত্যাগের নেপথ্য কারণ। আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রভাবশালী ব্যক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করায় ক্ষোভে ও অভিমানে পদ ছেড়ে দিয়েছিলেন সোহেল তাজ। প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের বদলিসহ সব নিয়ন্ত্রণ করতেন যা মেনে নিতে পারেননি সোহেল তাজ। শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না। মানবজমিনকে দেয়া সাক্ষাৎকারে সোহেল তাজ এমনই ইঙ্গিত দেন।
তার ভাষায় সরকারের ৯০ ভাগ মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের দ্বারা। মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যালি। সোহেল তাজ বলেন, ১৫ বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে মন্ত্রণালয়ে দায়িত্ব ছেড়ে দেয়ার সময়ই তা আঁচ করতে পেরেছিলেন। সোহেল তাজ জানান, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অথচ তার নির্দেশ পালন করতেন না সচিবরা। তাদেরকে বলা হয়েছিল সোহেল তাজের কথা না শোনার জন্য। তার অজান্তেই এসপি বদলি হয়ে যেত। পরে তিনি বাধ্য হয়েই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর দৃশ্যপট অন্যদিকে যায়। তাকে জীবন-মরণ লড়াই করতে হয়। বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। তার ভাগ্নেকে পর্যন্ত গুম করা হয়। ২০০৯ সালের জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে ওই বছরের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩শে এপ্রিল তিনি এমপি পদ থেকে পদত্যাগ করেন। ওই সময় তার পদত্যাগপত্র গ্রহণ না করায় ৭ই জুলাই তিনি আবার পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয়।
সোহেল তাজ বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাই। আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে। আমার ইচ্ছা ছিল দেশটাকে একটি সুন্দর, প্রগতিশীল উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো। তার মানে আমি এটাও জানি আমাকে কী করতে হবে? সিস্টেমিক চেঞ্জ করতে হবে। সিস্টেমিক চেঞ্জ করতে চেয়েছিলাম আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে। বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনীতি ও দলীয়করণমুক্ত করতে হবে। যাতে এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র ও জনগণের জন্য কাজ করে। আওয়ামী লীগ এরকমই একটা ইশতেহার দিয়েছিল যেটি আমাকে সাংঘাতিকভাবে উৎসাহিত করে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল নির্বাচন কমিশন। একদম একটা স্বাধীন নির্বাচন কমিশন হবে। যেখানে কোনো ভোটের কারচুপি হবে না। আপনার ভোট আমার ভোট স্বদিচ্ছায় দিতে পারবো। এমনই একটা বাংলাদেশ হবে। এরকম একটা চিন্তা নিয়ে আমি মনে-প্রাণে ঝাঁপিয়ে পড়েছিলাম, নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে। তিনি বলেন, যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে চেঞ্জ, মজবুত ও রিফর্ম করতে চাই তাহলে এনসিউর করতে হবে সুশাসন ও গুড গভর্নেন্স। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে ঠিক করবো গুড গভর্নেন্সের মাধ্যমে। সুশাসনের পূর্বশর্ত আইনের শাসন। যে সমাজে জাস্টিস থাকবে না সেখানে আপনি কখনো সুশাসন কায়েম করতে পারবেন না। আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান তবে দেখতে হবে আইনগুলো প্রয়োগ করছে কে। হাতিয়ারটা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই রিফর্ম করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আগে ডি পলিটিসাইজ করতে হবে বাহিনীগুলোকে। তাদেরকে একটি পেশাদার, শৃঙ্খলা ও জনগণের বন্ধু বানাতে হবে। আমি সেদিকে মনোযোগ দিয়েছিলাম। আমার চিন্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনর্গঠন করতে হবে। তাদেরকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতি দূর করতে হবে। দুর্নীতির ক্যান্সার সব জায়গায় ছড়িয়ে গেছে। দুর্নীতি ঠিক করতে না পারলে অনিয়ম ঠিক করা যায় না। করাপশন কলাপস এভরিথিং। করাপশনকে থামাতে হলে লাগবে একটি দক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি এসব নিয়ে কাজ করতে গিয়ে দেখি আমি একাই এটা চেয়েছি। একা চাওয়ার কারণে এটা সম্ভব হয়নি। বরং উল্টো আমাকেই ভিকটিমাইজ করা হতো। আমি যখন পদত্যাগ করেছিলাম তখন অনেক মানুষ মিষ্টি বিতরণ করেছে।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর একটা মিটিং ডেকে ছিলাম। আইজিপি, এসবি প্রধান, র্যাব প্রধান, ডিবি প্রধান এবং সকল সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। আমি তাদেরকে স্পষ্ট করে বলেছিলাম বদলি, নিয়োগ বাণিজ্য এখন থেকে বন্ধ। এখানে কোনো ব্যবসা চলবে না। আমি যতদিন থাকবো ততদিন এটা অ্যালাও করবো না। এটা শুধু পুলিশের মধ্যে না। এই লিংকেজটা অনেক উপরের দিকে যায়। এখানে অনেক অদৃশ্য শক্তি আছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে। অনেক ক্ষেত্রে আমার অজান্তেই একটা অদৃশ্য শক্তি কাজ করে নেয়। এসপি বদলি হয়ে যায় অথচ আমি নিজেই জানতাম না। এ ধরনের ঘটনা যখনই ঘটতে লাগলো তখন আমি মনে করলাম এখানে একটা পদ নিয়ে বসে থাকার মানে হয় না। আমি বলেছিলাম পুলিশকে রিফর্ম করতে হলে তাদের বেসিক চাহিদাগুলো আমাদের পূরণ করতে হবে। তাদেরকে মধ্যবিত্ত স্ট্যাটাসে রাখতে হবে যাতে তাদের পরিবার স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। তাদের যাতে কোনো চাহিদা না থাকে। পরে আমরা তাদের কাছে ডিমান্ড করবো আপনাদেরকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। ঘটনা আরও আছে। মন্ত্রণালয়গুলো ম্যাজিকেলি চলতো। ৯০ শতাংশ মন্ত্রী জানেন না তাদের মন্ত্রণালয় কীভাবে চলছে।
উপর মহল বলতে কি বুঝাতে চাচ্ছেন- এমন প্রশ্নে তিনি বলেন, উপর মহল হচ্ছে আমাদের রাজনৈতিক কালচারে যা হয়ে এসেছে। যারা দলীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা আছেন। এ ছাড়া যেহেতু আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে পরিবারতান্ত্রিক। এখানে অনেক পরিবারের সদস্যরা ছিলেন। যারা কলকাঠি নেড়েছেন। মন্ত্রীরা অনেক ক্ষেত্রে জানতেন না কী হচ্ছে তাদের মন্ত্রণালয়ে। সচিবদের ম্যানেজ করে কন্ট্রোল করা হতো। আমি আমার মন্ত্রণালয়ে অনেক নির্দেশ দিতাম কিন্তু সেগুলো দেখতাম হচ্ছে না। কেন হচ্ছে না? পরবর্তীতে আমি জানতে পারলাম বলা হয়েছে আমার কথা না শোনার জন্য। আমি রাজনীতিতে এসেছিলাম জনগণকে সার্ভ করার জন্য। এমন হলে কেন থাকবো আমি? আমি তো এখানে টাকা বানাবার জন্য আসিনি। তো কেন আমি এই সিটে থাকবো।
পদত্যাগের সুনির্দিষ্ট কি কারণ বলতে গিয়ে তিনি বলেন, সিরিজ অব ইভেন্টস। একটার পর একটা ঘটনা জমতে জমতে তখন যা হয়। আমি একটা টাইমফ্রেম হাতে রেখেছিলাম আগেই। আমরা যদি সঠিক পথে যাই তার চিহ্ন প্রথম ৬ মাসেই পেয়ে যাবো। আপনি কোন ডিরেকশনে যাবেন সেটার ম্যাপিং করতে হবে না? তাহলেই তো ব্লুপ্রিন্টটা চলে আসবে। বলা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবারের এক ব্যক্তির সঙ্গে আপনার ঝামেলা হয়েছিল? এমন প্রশ্নে তিনি বলেন, এখানে অন্যভাবে জিনিসগুলো এসেছে। কিন্তু আমাকে কেউ মারবে আর সে বাসায় বসে থাকবে- এটা হতে পারে না। আমার গায়ে টাচ্ করলে হাসপাতালে যাবে সে। এখানে মারধরের কোনো বিষয় ছিল না। এখানে বিষয়গুলো ছিল আরও সূক্ষ্ম। অনেকের ব্যবসা-বাণিজ্যে আঘাত পড়েছে। কারণ তারা যেভাবে চেয়েছিল সেভাবে কাজগুলো করতে পারেনি। এজন্যই তারা পদত্যাগের পর মিষ্টি বিতরণ করেছিল। কারা মিষ্টি বিতরণ করেছে এবং কারা কলকাঠি নাড়তো? শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ওনার পরিবারের সদস্যরা ছিলেন। যাদের কোনো সরকারি পজিশন না থাকা সত্ত্বেও হস্তক্ষেপ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে। বিভিন্ন এজেন্সির উপর তারা প্রভাব বিস্তার করতেন। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতেও হস্তক্ষেপ ফিল করেছি। যতটুকু পেরেছি আমি প্রতিরোধ করার চেষ্টা করেছি।
১৫ বছরের আওয়ামী লীগের শাসন ও ৫ই আগস্ট মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নিয়ে সোহেল তাজ বলেন, ২০১৮ সালের নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। ছাত্র সংগঠন ও পুলিশ দিয়ে তাদেরকে বেধড়কভাবে পেটানো হয়েছিল রাস্তায়। তখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। তখন আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা ছিল এমন-একটা পাতিলের মধ্যে পানি ফুটছে। নিচে আগুন জ্বলছে। আমি বলেছিলাম ঢাকনাটা যদি চাপ দিয়ে রাখা হয় তবে একদিন বিস্ফোরণ হবে। ১৫ বছর এই ঢাকনাটাকে চাপা দিয়ে রাখার বহিঃপ্রকাশ পেয়েছি ৫ই আগস্ট। এটা হচ্ছে ২০১৪ সালের নির্বাচন, হত্যা, গুম, নির্যাতন, বিরোধী দলের ওপর নির্যাতনের কারণে। আমরা দেখেছি খালেদা জিয়াকে যেটা করা হয়েছে যেটা আমি একেবারেই সমর্থন করি না। এটা অন্যায় হয়েছে; অবিচার হয়েছে। আমার বিবেক বলে আমি গিয়ে ওনার কাছে সরি বলবো। এটা হওয়া উচিত হয়নি। তার একটি সন্তান মারা গিয়েছে। তার বাসার সামনে ট্রাক নিয়ে রাখা হয়েছে। এগুলো জঘন্য নিকৃষ্ট কাজ। এগুলো কেন করবো? এটাতো আমাদের পলিটিক্যাল কালচার হওয়ার কথা না। একটি ডেমোক্রেসির ভেন্টিং প্রসেস হচ্ছে নির্বাচন। আপনি একটা টার্ম আসবেন মানুষ আপনাকে পছন্দ করবে না। তারা ফুঁসে উঠবে। ভোটের মাধ্যমে আপনাকে আউট করবে। আপনি ওই পথটাকে বন্ধ করে দিলেন। একের পর এক নির্বাচন আপনি করলেন। সাধারণ মানুষের নাগালের বাইরে দ্রব্যমূল্য। দ্বিগুণ-তিনগুণ-চারগুণ দাম। মানুষ দিশাহারা। এটা হচ্ছে গান পাউডার কেক। ওটার ফিউজটা ছাত্ররা জ্বালিয়ে দিয়েছে। বিস্ফোরণটার জন্য রেডি ছিল। আপনি মানুষের ওপর বোঝা দিতে দিতে শেষমেশ ভেঙে চুরমার হয়ে গেল।
দায়টা আওয়ামী লীগের না সরকার প্রধানের ছিল এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, এখানে একটা সমস্যা আছে দল ও সরকারকে আমরা একাকার করে ফেলি। গণতন্ত্র এভাবে চলে না। রাষ্ট্র, সরকার, দল আলাদা আলাদা বিষয়। আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে কোনো ডেমোক্রেসি নাই। সরকারে এসে আপনি ডেমোক্রেসি চর্চা করবেন কীভাবে? দলের ভেতর ডেমোক্রেসি নাই অথচ বলছেন অন্যদের ডেমোক্রেসি দিবেন। দলের ভেতরে লিডারশিপটা রিজার্ভ করে রাখা হয়েছে। আপনি চাইলে সেখানে উঠতে পারবেন না। আপনার জন্য একটা সীমানা দেয়া হয়েছে আপনি এর উপরে উঠতে পারবেন না। এটা হচ্ছে প্রধান সমস্যা। তিনি বলেন, দলের কাজটা ছিল তারা প্রান্তিক লেবেলে জনগণের পালসটা বুঝবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকবে। জনগণের মনের কথা বুঝবে। সেই কথাগুলো তুলে ধরবে দলীয় প্ল্যাটফরমে। দলীয় প্ল্যাটফরম সেগুলো অনুধাবন করবে বোঝার চেষ্টা করবে। মানুষের আশা-আকাঙ্ক্ষার রিফ্লেকশন হবে দলের পলিসিতে। সেই দল যদি ক্ষমতায় যেতে পারে তবে রিফ্লেকশন আসবে সরকারের কার্যক্রমের উপরে। কিন্তু এসব চর্চা আমরা দেখতে পারছি না। সরকারের সমালোচনা করলে বলা হবে রাষ্ট্রবিরোধী। তিনি বলেন, কারও কথা বলার অধিকার নাই। আইন করে করে মানুষের মুখ বন্ধ করে রাখছেন। ৫ই আগস্ট অনিবার্য ছিল। এটাতো হওয়ার কথা ছিল।
ছাত্র-জনতার হত্যাকারীদের শাস্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শত শত নিরীহ মানুষ, ছাত্র-ভাইবোনদের হত্যা করা হলো। আবু সাঈদ, মুগ্ধ থেকে শুরু করে চার বছরের শিশুকে মারা হলো। আমরা নিজের চোখে দেখেছি। এটার বিচার করতে হবে না? এটা কি করে সম্ভব। একবিংশ শতাব্দীতে নিজের দেশের মানুষকে জঘন্য একটি হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হলো। তিনি বলেন, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে প্রতিটি ঘটনার সঠিক সুস্পষ্ট তদন্ত করতে হবে।
এত কিছুর পরেও কী মনে করেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে? সোহেল তাজ বলেন, আত্মসমালোচনা নাই, অনুশোচনা নাই, কোনো উপলব্ধি নাই যে দলের তারা কোথায় ফিরবে? যেটা করেছি, যেটাকে সমর্থন দিয়েছি এটা আনএথিকেল, ক্রিমিনাল কাজ। দেখতে পাচ্ছেন কোনো আত্মসমালোচনা, অনুশোচনা। তাহলে আওয়ামী লীগ কোথায় আসবে। এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভেতরে কি চলছে সেটা বুঝতে হবে না? মানুষ কি চায় সেটা বুঝতে হবে না? আপনি লুটপাট করে লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে, আরাম আয়েশে থাকবেন। এটাতো জনগণ চায় না। তিনি বলেন, তাজউদ্দীন আহমেদের পরিবারের সদস্যদের সময়ে সময়ে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। ২০০৯ সালে যখন আমি রিজাইন করেছিলাম তখন বলেছিলাম আর ঢাল হবো না। জাতীয় চার নেতার অবদান ছিল মুক্তিযুদ্ধে। তাদেরকে অবমূল্যায়ন অবহেলা করা হয়েছে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন। ওনাকে রাজাকার বানানো হয়েছে। যারাই আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছে তাদের জীবনী জানতে নতুন প্রজন্ম ডিজার্ব করে। যাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে পারে। আমি চাই না আমার বাবার সাইনবোর্ড ব্যবহার করে আমি কিছু করবো। আমার দাবি ছিল- জেলহত্যা দিবস, মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে ও মুজিবনগর সরকারকে স্মরণ করে ওই দিনটাকে রিপাবলিক ডে ঘোষণা করা।
ফেসবুকে নৃশংস ছবি ও ভিডিও ভাসছে যেগুলো খুবই হৃদয়বিদারক, আপনি বিষয়গুলোকে কীভাবে দেখছেন? এ নিয়ে সোহেল তাজ বলেন, গুলি করে মারার দৃশ্য দেখে আমি বিস্মিত হয়েছি। ছাত্রবাহিনীদের নামিয়ে দেয়া হলো। পুলিশ নামানো হলো। শুরুটা এমনই ছিল। তারপর দেখলাম আবু সাঈদকে গুলি করে মেরে দিলো। আমি ছটপট করেছি এগুলো দেখে। আমার একটা লিমিটেশন আছে। কিন্তু আমি সেটি মানিনি। আমি ১৮ তারিখে একটা পোস্ট দিয়েছি। যেখানে আমার দলের তো দূরের কথা কেউ সাহসই করে নাই। আমি পুলিশের গুলি নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। কারফিউ শুরু হলো। আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবিতে নেয়া হলো। বলা হলো- সেইফ কাস্টডিতে নেয়া হয়েছে এবং তারা আন্দোলন প্রত্যাহার করেছে। আমি গিয়েছিলাম ডিবি অফিসে তারা গ্রেপ্তার হয়েছে কিনা সেটা জানতে। যদি গ্রেপ্তার হয় তবে অ্যানি স্টেটমেন্ট গিভেন ইজ নট ভেলিড। আর সেইফ কাস্টডি যদি হয় তাহলে তাদের চাইতে হবে। না চাইলে এটা এরেস্ট। আমি তখন বলেছিলাম আমার বিবেকের কারণে গিয়েছিলাম। কারণ আমি জানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীতে আমার অনেক ভক্ত আছে। আমি তাদের কাছে আপিল করেছি আর গুলি চালাবেন না। ১০ জনকেও যদি থামাতে পারি তাহলে দশটা গুলি কম যাবে।
পদত্যাগের পর নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে সোহেল তাজ বলেন, ২০১৩ সালে আমার ভাগ্নে মেজো বোনের ছেলেকে ধরে নিয়ে পুলিশ নির্যাতন করলো। বেধড়ক পেটালো। দুলাভাই যখন থানাতে গেল তখন আরেক রুম থেকে শুনলো এই যে সোহেল তাজের ভাগিনাকে পেয়েছি একদম বানাই দিতেছি। আমার ভাগ্নে সৌরভকে গুম করে নিয়ে আয়নাঘরে রাখা হয়েছিল। ব্যক্তিগত হিংসার কারণে এই ঘটনাটা ঘটে। কিন্তু সেটার মধ্যদিয়েও বের হয়েছে রাষ্ট্রের মেশিনারিকে ব্যবহার করছেন ব্যক্তিগত বিষয়ে।
অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান, রাজনৈতিক দলের চাওয়া নিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার সমন্বয়ে গণঅভ্যুত্থান হয়েছে। মানুষের ১৫/১৬ বছরের কষ্টের বিস্ফোরণ হয়েছে। মানুষ চায় দুর্নীতিমুক্ত একটা সমাজ যেখানে অনিয়ম থাকবে না। মেধাই হবে সবকিছু্র মাপকাঠি। বৈষম্যহীন সমাজ। এটার জন্য সিস্টেমিক চেইঞ্জ লাগবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম করে মজবুত করতে হবে। শক্ত পিলার করতে হবে। তবে এটা রাতারাতি করা সম্ভব নয়। জনগণ এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে গণঅভ্যুত্থানের মধ্যে এটা ঠিক করার জন্য। এখন সেটা ঠিক করতে যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়া দরকার। তাড়াহুড়া করার দরকার নাই। অনেকে বলবে এটা ডেমোক্রেটিকিলি ইলেকট্রেড না। আমি মনে করি এটাই ইলেকট্রেড। তিনি বলেন, মানুষের অধিকার আছে নতুন কিছু চাওয়ার, কিছু পাওয়ার। আমি রাজনৈতিক দলকে বলবো একটু ধৈর্য ধরার জন্য। সিস্টেমেটিকভাবে সবকিছু পরিবর্তন হোক। নির্বাচন কমিশনকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। টাকা দিয়েও পারবে না। বলপ্রয়োগ করেও পারবে না। এমন একটা পুলিশ প্রশাসন হোক কেউ ইনফ্লুয়েন্স করতে পারবে না। তারা শুধু আইন প্রয়োগ করে। প্রশাসন দলীয়করণমুক্ত হোক। যেখানে প্রভাব খাটিয়ে দুর্নীতি করতে পারবে না। তিনি বলেন, এই যে করাপটেড, নোংরা, নষ্ট, পচা রাজনৈতিক সংস্কৃতি এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিএনপি থেকে সিনিয়র নেতারা বার বার আহ্বান করছেন অনিয়ম থেকে দূরে থাকার জন্য। আমি তাদেরকে বলবো আপনারা আরও শক্ত হয়ে বলেন। কারণ এটা আপনাদের পার্টির ইমেজটাকে নষ্ট করে দিবে। আপনারা প্রমাণ করেন আপনারা গণতন্ত্রের পক্ষে। মুদ্রার এপিট-ওপিট নন। রাজনীতিতে ফেরার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এই নোংরা, পচা রাজনীতির মধ্যে আসবো না। কিন্তু এই কালচারটাকে যারা পরিবর্তন করতে চায় তাদেরকে পূর্ণ সমর্থন দিবো। কারণ ছাত্ররা যেসব দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছে তার সঙ্গে হবহু মিলে যায় আমার চিন্তা-চেতনা। এটাই আমি চেয়েছিলাম। এজন্য আমি রাজনীতি করতে এসেছিলাম। আমি মনে করি এটাই রাজনীতির মূলমন্ত্র।
আপনি যা চেয়েছেন তা কোনো মানবরচিত মতবাদের মাধ্যমে পুরণ হবে না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন। ইসলাম ছাড়া মুক্তি সমভাব নয়্
অন্য রাজনীতিবিদরা ও যদি এই ভাবে চিন্তা করতো ...........
ধন্যবাদ মানবজমিনকে সেই সাথে সোহেল তাজকে। আপনার মঙ্গল কামনা করছি।
Well Said
Sk Hasina ruled this country for 15 years without any ethics or morality. Her hunger for power was strong that she was ready to commit any crime, destroy any institution that came as barrier to achieving her goals. Like his father Sohel Taj has always maintained a high moral standard and left power when he thought the environment was not befitting to his stature. Awami League needs leaders like him if it wants to come back to mainstream politics in Bangladesh.
সুষ্ঠ বিচার চাই। অবৈধ দলনেতাদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে সেই সুবাদে কেয়ার সরকারকে মিনিমাম তিন বছর সময় দিন। তাঁদের পাশে থেকে সহযগিতা করুন।
উনার প্রতিটা কথাই যুক্তি যুক্ত।তার প্রতিটা কথাই ভালো লাগলো।আমরা ও এমনটাই চাই।
He should be put on trial for his involvement in BDR massacre.
সোহেল তাজকে যারা খারাপ বলতাছেন আমার মনে হয় তারা রাজনীতিই বুঝেন না । সোহেল তাজ প্রথম থেকেই ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন । শেখ হাসিনা সরকারের দূর্নীতির বিরুদ্ধে তিনিই প্রথম প্রতিবাদ করে ছিলেন। ভালো মানুষকে মূলায়ন করুন। সন্মান করুন তিনি একজন ভালো মানুষ ।
কথাগুলো আগে বললে ভালো হতো। বিশেষ করে খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছেন তার 10% কথা যদি আগে বলতেন হয়তো খালেদা জিয়ার উপর এই অন্যায়ের পরিমান কম হতো। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপর চরম অন্যায় করা হয়েছে।
আমাদের আফসোস, তাজ উদ্দিন সাহেবের ছেলেটা বাবার মেধা পায় নাই। স্থূল বুদ্ধি।
He is second team member of Al
Thanks Mr Sohel Taj
এতদিন কেন চুপ ছিলেন, জানতে চায় জাতি। ধন্যবাদ।
ধন্যবাদ মানবজমিনকে সোহেল তাজ কে পরিশুদ্ধ ভাবে তুলে ধরবার জন্য ।অনেকগুলি কনফিউশন দূর হলো -উনি ভালো বলেছেন নূতন প্রজন্ম উনার আকাংখা বাস্তবায়ন করলে দেশ এগিয়ে যাবে বহুদূর বলে মনে করি।
এতো ভাল বক্তব্য আগে কেন দেননি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনি দায় এড়াতে পারেন না।
ধন্যবাদ ভাই, আমার এমনি মনে হয়েছিল আপনি স্বাধীন ভাবে কাজ করতে না পারায় পদত্যাগ করেছিলেন, তখন আপনি একটা কথা বলেছিলেন খেলোয়াড় পাল্টিয়ে ছে কিন্তু খেলোয়াড়ের ধরণ পালচাইনি।
সোহেল তাজের সততা এবং সদিচ্ছা নিয়ে কোন প্রশ্ন কখনো ছিলো না। তবে তিনি এখন হয়তো আ.লীগকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছেন, যা মোটেই ভালো লাগছে না। আওয়ামী লীগকে বাংলার মাটিতে আবার পুনরুজ্জীবিত করার প্রয়াস থেকে বেরিয়ে আসুন.... মানুষের মনে চিরকাল আসীন থাকবেন।
আওয়ামী লীগার মানেই চোর আর ধান্ধাবাজ। সোহেল তাজও ব্যতিক্রম না।
Great Sohel Taj.Good son of the soil as well as Mr Taj Uddin Ahmed the First P M of Independent Bangladesh.Genune blood...
অনেক অজানা প্রশ্নের উত্তর পেলাম কিন্তু বিডিআর বিদ্রোহের সময় উনার ভূমিকাটা কি ছিল এই বিষয়টা একটু ক্লিয়ার করলে কিতার্থ হতাম।
আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো যেন সাধারণ জনগনের কথা একাকার হয়ে মিশে গেছে। যোগ্য পিতার যোগ্য সন্তান আপনি প্রিয় "সোহেল তাজ "
Sohel Taj must be put on trial for his part in BDR massacre.
আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবেন , উনি কি মতলবে ঘুরতাছে ?
100% জনগণের মনের কথা বলেছেন জনাব সোহেল তাজ সাহেব। কিন্তু আদোও কি আমাদের দেশ ওনার মতো লোক দিয়ে শাসন কার্য হবে? সঠিক ভাবে দেশ চালাতে হলে প্রয়োজন আল্লাহর ভয়, সৎ লোক । এটা থাকলে একটা জন্ম নিবন্ধন করতে 6 মাস ঘুরতে হবে না। ভোটার হতে 5/10 হাজার টাকা ও হয়রানি হতে হবে না। জমি খারিজ করতে 5 হাজার, 10 হাজার. 20 হাজার টাকা লাগবে না। চিকিৎসা করাতে দালালের খপ্পরে পড়ে হাজার , হাজার টাকা দেওয়া লাগবে না। নির্ভয়ে নারী পুরুষ রাতের আধারে যেখানে সেখানে চলতে পারবে। হযরত ওমরের সময় হাজার কিলোমিটার মরুভুমির মধ্যেও খাদ্যে ভেজাল দিতে ভয় পেত। নারী স্বাধীন ভাবে চলাফেরা করত পারতো। আমি আসলে খুবই অভাগ হই যে, দেশ স্বাধীন হওয়ার 53 বছর পড়েও এমন একজন নেতা পেলাম না যে ছদ্ম বেশে বের হয়ে জনগনের মনের ভাব বুঝতে ও জনগণ কি চায় তা প্রত্যক্ষ ভাবে দেখতে । আরোও অনেক বলার ছিল পড়ে বলবো ।
Please come in politics again. We need you.
ধন্যবাদ মানবজমিনকে সোহেল তাজ কে পরিশুদ্ধ ভাবে তুলে ধরবার জন্য ।অনেকগুলি কনফিউশন দূর হলো -উনি ভালো বলেছেন নূতন প্রজন্ম উনার আকাংখা বাস্তবায়ন করলে দেশ এগিয়ে যাবে বহুদূর বলে মনে করি।
সাপ কি কখনও কেঁচো হয়, বিডিআর হত্যাকান্ডের পরিকল্পনাকারীদের একজন সোহেল তাজকে দেখুন বুঝতে পারবেন।
অবশেষে জাতির প্রত্যাশা পুরণ হলো এই অজানা তথ্য জেনে। ধন্যবাদ জনাব তাজকে।
Good
সোহেল তাজের বিষয়টি নিয়ে অনেকেই ধোয়াশার মধ্যে ছিলেন। এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে অনেক কিছুই পরিস্কার হলো। তাঁর বাবা জননেতা তাজউদ্দীন আহমদ ছিলেন আগাগোড়া গনতন্ত্রী। তিনিও থাকতে পারেননি ক্ষমতায়। সোহেল তাজও পারবেননা, তা আমরা শুরুতেই বুঝতে পেরেছিলাম। সোহেল তাজকে আওয়ামী নস্টালজিয়া থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ মানবজমিন কে এই সাক্ষাৎকার প্রকাশ করার জন্য।
ভাই-আপনার অনুধাবন সঠিক ছিল। কিন্তু একটা বিষয় জানার ছিল - এখন পুলিশ বিহিনীতে - সে সব পদোন্নতি , পদায়ন, ছাটাই , বদলি হচ্ছে বর্তমান দায়িত্ব প্রাপ্ত - স্বরাষ্ট্র উপদেষ্টা কি তার কিছু জানে - তাকে জিজ্ঞেস করে বা তার মতামত নিয়ে করা হচ্ছে ?
জনাব সোহেল তাজ রাজনীতির প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের মনের কথা তুলে ধরেছেন। তাঁর শরীরের রক্ত জনগণের সাথে বেঈমানি করার রক্ত নয়। সোহেল তাজ ক্ষমতা লোভী নয়। আওয়ামী সরকার তাঁর বাবাকে কোনো মূল্যায়ন করেনি। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, বেনজির প্রমুখকে যতোখানি গুরুত্ব দিতো সরকার প্রধান তার বিন্দুমাত্র মুক্তিযুদ্ধকালীন সরকারকে গুরুত্ব দেয়নি বরং মুছে দিয়েছে। নতুন প্রজন্মের চাওয়া পাওয়া বুঝার চেষ্টা করেনি করেছে শুধু উন্নয়নের নামে দুর্নীতি। একজন সরকার প্রধান কতখানি অপরাধ করলে দেশের মানুষকে কিছু না জানিয়ে ভারতে পালিয়ে যান?
আপনার ক্রেডিট নেওয়ার কিছু নাই ভাগে মিলেনাই, তাই পতত্যাগ করেছেন,যেখানে আপনার বাগিনাকে আয়না ঘরে রেখেছিল। সেখানে আপনার কোন মুল্যায়ন কতটুকু ছিল জাতি বুজতে পারে। মূলকথা বাংলাদেশের ১৬ কোটি মানুষ মনে করতো, টু ডে টুমোরো একদিন পতন হবেই,,,,,
ধন্য তুমি তাজউদ্দীন আহমেদ সাহেবের বেটা বাপকা বেটা সোহেল তাজ তোমার আত্ম উপলব্ধি ও সত্য কথনের জন্য। হতাশার সাথে বলছি হাসিনার বাতাস লাগা আওয়ামী লিগার গুলো মানুষ হবে না। কৃত কর্মের জন্য কখনো তারা অনুশোচনা করবে বলে মনে হয় না।সোহেল তাজের কথায় বাংলাদেশের নোংরা রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রকাশিত হয়েছে। তা হল রাজনীতিকরা লোক দেখানো গনতন্ত্র গনতন্ত্র জপতে জপতে বেহাল হয়ে যায়, কিন্তু নিজ নিজ দলের মধ্যেই গনতন্ত্রের " গ"ও নাই। কি সেলুকাস। এরা জনগণকে কি গনতন্ত্র উপহার দিবে?
অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইলো বঙ্গ তাজের সন্তানের প্রতি।আপনার বাবাও নিগৃহীত ছিলেন ফ্যাসিবাদের হাতে।
Excelent
রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র এমন হওয়া উচিত।
His remarks and understanding is authentic. I believed his statements. Sohel taj should be included in the current interim Govt body for his honesty and justice thinking.
He is really good person.
প্রকাশিত সংবাদ টি পুরাটাই পড়লাম। ১২ বছর আগে আমিও এক জাতীয় রাজনীতিবিদকে বলতে শুনেছিলাম আওয়ামী লীগ কে নিঃশেষ করতে চাইলে তাদেরকে আর একবার ক্ষমতায় পাঠানো উচিত।
Yes sir your right.
সত্যি কথাগুলো অকপটে বলার জন্য সোহেল তাজ'কে ধন্যবাদ।
বাস্তবতার নিরিখে সহজ সরল অসহায় সাধারন কর্মীদের রক্ষায় আত্মসমালোচনা ও আত্মোপলব্ধিতে উদ্ভুদ্ধ হয়ে দুর্নীতিবাজ ও ফটকাবাজ লিডারশিপ এর অবসান কল্পে আত্মশুদ্ধিতে বলীয়ান নব্য নেত্রীত্ব সৃষ্টিতে সিনিয়র নেতৃবৃন্দের দিক নির্দেশনায় জাতি অপেক্ষমাণ
আপনার সাথে সহমত
আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো যেন সাধারণ জনগনের কথা একাকার হয়ে মিশে গেছে।
সোহেল তাজের কথাগুলো খুব মূল্যবান। সবাইকে এ নিয়ে ভাবতে হবে। আওয়ামীলীগ দলের কোন অনুশোচনা নেই। এটাই আওয়ামী লীগের বড় দূর্বলতা ও কাপুরুষতা। এ কারণেই দলটি ব্যর্থ ও অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল।
অনেক অনেক সুন্দর ও সময়োপযোগী বিষয় এটি। তার মতো রাজনৈতিক লোক দরকার। তবে ৯২% মুসলমানদের দেশে একটাও ইসলামের কথা না বলায় হতাশ হয়েছি। কারণ তিনি যেমন সমাজের কথা বলছেন, তা কোরআনের শাসন ছাড়া সম্ভব হবে না কখনও। আমাদের সকলের প্রধান শত্রুকে চিনতে হবে আগেই, আর সে হচ্ছে শয়তান। এই বিতাড়িত শয়তান কখনও এ-ই জাতীয় সমাজ হতে দেবে না যদি আমরা মহান পরাক্রমশালী আল্লাহর সাহায্য ও নির্দেশনা না চাই। দয়াময় আল্লাহর সাহায্য ও নির্দেশনা চাই। আমিন।
সোহেল তাজ সাহেবের মতো আরো অনেকে আছেন, যারা দেশে বা বিদেশে আছেন এবং ঘুনেধরা রাজনীতি থেকে সরে এসে প্রগ্রেসিভ ওয়ের মাধ্যমে রাষ্ট্র গঠন করতে আগ্রহী। তাজ সাহেব হয়তো রাজনীতিতে আসবেন না, কিন্তু যদি কখনো আসতে চান তাহলে অবশ্যই তাঁকে কিছু ফ্রেমওয়ার্ক এবং এজেন্ডা ধরে ধরে তার সমাধান সহ আসতে হবে। এক্ষেত্রে দেশ এবং প্রবাস উভয় পক্ষ থেকেই তিনি সমর্থন পাবেন বলেই আমি আশা করি। জানি না তিনি কখনও এই কমেন্ট পড়বেন কিনা, কিন্তু যদি তিনি বা তার কাছে কেউ যদি আগ্রহী হন উনাকে বুঝাতে, তাহলে চেষ্টা করতে পারেন, পারা উচিত। উনার একটি ফেস ভ্যালু আছে যা বাংলাদেশে মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত ( একজন জাতীয় নেতার যোগ্য সন্তান হিসেবে)। আর একটি বৈশ্বিক প্রতিষ্ঠানে কর্মরত থাকার কারনে, আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটা সহ এ বিষয়ে আমিও উনার সাথে কাজ করতে আগ্রহী। If interested reach me at: [email protected]
এখন রাত ১:২৭ ঘুম আসছিল না। এটা ওটা ঘাঁটতে গিয়ে লেখাটি চোখে পরলো। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সাহেব কে ধন্যবাদ। উনি সব কিছু যে ভাবে বলেছেন, বুঝিয়েছেন তাতে তাকে সত্যিকারের দেশপ্রেমিক মনে হলো। আসলে যোগ্য পিতার যোগ্য উত্তরসুরী। দেশ প্রেম না থাকলে কখনোই দেশের জন্য কিছু করা যায় না। আওয়ামীলীগ এবং তাদের নেতা,কর্মী, সাপোর্টার যাঁরা তাঁরা দেশপ্রেমিক এটা ভাবতে কষ্ট হয়। পুলিশ সাঁজোয়া যান থেকে মৃত দেহ টেনে হিসরে নামাচ্ছে, মৃতদেহ ভ্যানে স্তুপ করে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এটা কতটা মর্মান্তিক চিন্তার বাইরে। অথচ কোন লীগার কে দেখলাম না দুংখ,শোক, সমবেদনা জানাতে, দেখলাম না ভুল স্বীকার করে হত্যাকাণ্ডের বিরুদ্ধে শ্লোগান তুলতে। আসলে আওয়ামীলীগের অন্তর আল্লাহ তালা মেরে দিয়েছে। তাঁরা শুধু ক্ষমতা আর টাকা ছাড়া কিছুই চিনে না। শেষে সোহেল তাজ সাহেব কে স্যালুট জানাচ্ছি।
হাসিনার সর্বশেষ মন্ত্রীসভায় মিঃ তাজের বোন মন্ত্রী ছিলেন! গল্প টা আষাঢ়ে গল্প বলে বিবেচিত হতে পারে।
Sohel Taj must be put on trial for his part in BDR massacre.
ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ইতিহাস যখন লিখাই হয়ে গেল তখন বিপ্লবত্তোর বিপ্লবের অবিসম্ভাবনা নিয়ে গল্প বলে কি লাভ। বিপ্লবের অংশীদার হতে চাওয়াও মন্ত্রীত্ব ছেড়ে দেয়ার মত অসহায়ত্বকে বুঝায়।