খেলা
১০ রানে অলআউট!
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
০,১,০,১,২,০,০,১,২,০,১। না, এটি কোনো মোবাইল নম্বর নয়। টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়া ইনিংসের স্কোর। মাত্র ১০ রানেই অলআউট হয়েছে মঙ্গোলিয়া। পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে এটিই সর্বনিম্ন স্কোর। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে পাত্তাই পায়নি সফরকারীরা। সিঙ্গাপুরের ইউনিভার্সিটি কেবাংসান ওভালে মাত্র ১০ রানে অলআউট হয় মঙ্গোলিয়া।
অবশ্য এর আগেও টি-টোয়েন্টিতে ১০ রানে অলআউট হওয়ার ঘটনা আছে। গত বছর ২৬শে ফেব্রুয়ারি কার্টাগেনায় স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত স্বায়ত্তশাসিত অঞ্চল ও দ্বীপ ‘আইল অব ম্যান’। তবে সেটি আন্তর্জাতিক স্বীকৃত ম্যাচ ছিল না।
মঙ্গোলিয়াকে এত অল্প রানে অলআউট করার পেছনে বড় ভূমিকা সিঙ্গাপুরের বোলার হার্শা ভরদ্বাজের। ৪ ওভারে ৩ রান দিয়েই ৬ উইকেট নেন তিনি। সিঙ্গাপুরের ১৭ বছর বয়সী লেগ স্পিনারের এই স্পেল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেরা বোলিং ফিগারের খেতাব পেয়েছে। এর আগে গত বছর ২৬শে জুলাই মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদরুস চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নেন।
মঙ্গোলিয়ার ইনিংসের প্রথম ওভারেই ভরদ্বাজ ২ উইকেট নিয়ে শুরু করেন। পাওয়ার প্লের মধ্যে পড়ে যাওয়া ৬ উইকেটের ৫টিই তুলে নেন তিনি। মঙ্গোলিয়ার পাঁচজন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। ক্রিকেটে হাঁটি হাঁটি পা পা মঙ্গোলিয়ার জন্য খুব কম রানে অলআউট হওয়াটা নতুন কিছু নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের চারটি ইনিংসের ৩টিই মঙ্গোলিয়ার।
গত আগস্টে হংকংয়ের বিপক্ষে ১৭ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। তার আগে মে মাসে জাপানের বিপক্ষে তারা অলআউট হয়েছিল ১২ রানে। তবে মেয়েদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের রেকর্ড আফ্রিকার দেশ মালির। ২০১৯ সালের ডিসেম্বরে নেপালের পোখারায় বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ৬ রানে অলআউট হয় দেশটির ক্রিকেটাররা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি বিশ্বকাপের????!!!!!
এখনও বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট আয়োজিত হয়! নাম পরিবর্তন করে স্বাধীন বাংলাদেশ T20বিশ্বকাপ রাখা হউক।