বাংলারজমিন
কুষ্টিয়ার পদ্মা নদীতে নিখোঁজ হওয়া পুলিশ সদস্যের লাশ পাবনায় উদ্ধার
স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
(৩ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৪, বুধবার, ২:২০ অপরাহ্ন
পদ্মা নদীতে নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার কুমারখালী থানার পুলিশের এএসআই মুকুল হোসেনের লাশ উদ্ধার করেছে পাবনার নাজিরগঞ্জ ঘাট পুলিশ ফাঁড়ি। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পাবনার নাজিরগঞ্জ ঘাটের অদূরে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুমারখালী উপজেলার শিলাইদহ এলাকায় নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. বেলাল হোসেন জানান, পদ্মা নদীতে লাশের খবর পেয়ে এক মাঝি আমাদের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার ভোরে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ও কুমারখালী থানার ছয়জন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। পরে পুলিশের নৌকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে মারধর করে। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল ও এএসআই মুকুল নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।