বাংলারজমিন
সংস্কার বিএনপি মানে তবে কুসংস্কার নয়: গয়েশ্বর
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারসংস্কার বিএনপি মানে, তবে কুসংস্কার নয়। এক রাজনৈতিক দল আছে যাদের ৩০০ আসনে প্রার্থী দেয়ার ক্ষমতা নেই। বিএনপি ৩০০ আসনে প্রার্থী দিতে পারবে। ৬৩ বছর রাজনীতি করেছি। তবে মন্ত্রী হওয়ার আগে সচিবালয়ে যায়নি। ফ্যাসিবাদী হাসিনা যা দেখতেন তাই তার বাবার স্বপ্ন ছিল। হাজার কোটি টাকা খরচ করে আওয়ামী লীগ ভাস্কর্য প্রবাসে বানিয়েছিল। সবই জনগণ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ বলতো আমরা দেশ স্বাধীন করেছি। দেশের অন্যান্য মানুষদের আলাদা করে রাখতো। এই জন্যই তাদের পতন হয়েছে। হাসিনা পার হয়ে গেলেও দেশের জনগণ যেমন ছিল তেমনি আছে। গত ৬-৭ বছরে তারেক রহমান বাংলাদেশের সকল মানুষকে একাত্ম করছেন। এখন সবাই বিএনপি’র পেছনে লাগছে, তাই বুঝতে হবে আগামীতে অবশ্যই বিএনপি ক্ষমতায় যাবে। আমরা অন্য খানে রাজত্ব করতে চাই না। কেরানীগঞ্জে এখনো গোপালগঞ্জের কন্ট্রাক্টরের কাজ করে। যারা ভারতের দালালি করে তারাই আমাদের দালাল বলে। জামায়াত ও আওয়ামী লীগ এখন এক হয়ে গেছে। যথাসময় সংস্কার ও দ্রুত সময় জাতীয় নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে চুনকুটিয়া গার্লস স্কুল মাঠে শনিবার বিকাল ৩টায় মহাসমাবেশে তিনি একথা বলেন। ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ- সদস্য বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দীন ও এডভোকেট সুলতান নাসের।