বাংলারজমিন
‘ন্যায়পরায়ণ ও আদর্শবান নেতাই সুশাসন কায়েম করতে পারেন’
লালমোহন (ভোলা) প্রতিনিধি
৬ জুলাই ২০২৫, রবিবারভোলা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী মুহাম্মদ নিজামুল হক নাইম বলেছেন, একজন ন্যায়পরায়ণ ও আদর্শবান নেতাই পারেন সমাজে সুশাসন কায়েম করতে। ইসলামী আদর্শের নেতারাই পারেন প্রতিটি স্তর থেকে অনিয়ম-দুর্নীতি রোধ করতে। কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে জনগণের সেবায় নিয়োজিত রাখেন। গতকাল দুপুরে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের মুসলিম বাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী ইউপি নির্বাচনে বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর লালমোহন উপজেলার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. রুহুল আমিনকে ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক আরও বলেন, এই প্রার্থী একজন আলোকবর্তিকা। বদরপুর ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন একজন সৎ, যোগ্য ও পরিশ্রমী প্রার্থী। আজকের এই ঘোষণায় আমরা আশাবাদী যে, ইউনিয়নের নেতৃত্বে একটি নবদিগন্তের সূচনা হবে ইনশাআল্লাহ। বদরপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলার সেক্রেটারি মাওলানা মো. হারুন অর রশীদ। এ ছাড়াও অনুষ্ঠানে লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল হক, কালমা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কাজী শাহে আলম, উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এমএ হাসানসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।