ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজারে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৬ জুলাই ২০২৫, রবিবার

হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে শহরের চৌমহনা এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিকালে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জেলার হাওর পাড়ের ৭ উপজেলার কৃষক-মৎস্যজীবী প্রতিনিধি ও জেলা প্রশাসনের সমন্বয়ে হাওরের পরিবেশ রক্ষার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য আ স ম ছালেহ সোহেলের সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মী এম. খছরু চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন, বাপা মৌলভীবাজার জেলার সভাপতি অধ্যক্ষ মো. ইকবাল, মৌলভীবাজার জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, মো. আলমগীর হোসেন, খয়রুল ইসলাম, শামছুদ্দিন মাস্টার, খয়রুল হক, বাইক্কা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিন্নত আলী, বিধু ভূষণ, শামছুল হক সর্দার, এ.কে.এম আব্দুস সালাম, নাট্য ব্যক্তিত্ব শাহীন ইকবাল প্রমুখ। বক্তারা বলেন, একটি চক্র উঠেপড়ে লেগেছে কাউয়াদীঘি ও হাইল হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে আর্থিকভাবে লাভবান হতে। তারা বলেন, কাউয়াদীঘি হাওরের পরিবেশ নষ্ট করে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হলে এই অঞ্চলের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। হাইল হাওরে প্রাণ কোম্পানি যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা পরিবেশ বিপর্যয়সহ বন্যার সৃষ্টি করছে। প্রাণ কোম্পানির সকল স্থাপনা উচ্ছেদ করতে হবে। মৌলভীবাজারের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বিশেষজ্ঞদের মতামত ছাড়া এ সকল পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধ করতে হবে। যারা ভূমি আইন, পরিবেশ আইনবিধি ও হাওর উন্নয়নের মাস্টারপ্ল্যান অমান্য করে হাওর ধ্বংস করছে এবং ইতিপূর্বে করেছে- তাদের সকলকে শাস্তির আওতাধীন করতে হবে। পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারী পরিচালককেও শাস্তির আওতাধীন করতে হবে। ৫৩ বছরের শাসন ব্যবস্থার নানা অনিয়ম দূর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। হাওর পরিবেশ নষ্ট করার বিরুদ্ধে মৌলভীবাজারের দেশ-বিদেশের নাগরিক ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছে। প্রশাসন দায়িত্বে অবহেলা করলেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রধান অতিথি ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, মৌলভীবাজারের কৃষক-মৎস্যজীবীদের স্বার্থ ও পরিবেশের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন অবহিত। পরিবেশের ভারসাম্য নষ্ট করে এই জেলায় কোনো ধরনের শিল্পায়ন করা হবে না। সাধারণ জনতা ও জেলা প্রশাসনের দৃষ্টিভঙ্গি একই জায়গায় মিলিত রয়েছে। আমরা সবাই মিলেই আমাদের পরিবেশ রক্ষা করবো।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

১০

মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা/ মোবাইল চোরকে সহযোগিতা করাই কাল হলো

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status