বাংলারজমিন
যশোর-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকীর মতবিনিময়
স্টাফ রিপোর্টার, যশোর থেকে
৬ জুলাই ২০২৫, রবিবারযশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে মতবিনিময় করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। গতকাল যশোরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন। এ সময় তিনি রাজনীতি ও সমাজসেবায় তার সততা, নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বের সৎ গুণাবলী তুলে ধরেন। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, তিনি নমিনেশন পেলে এবং জনগণের রায়ে এমপি নির্বাচিত হলে জুলাই যোদ্ধাদের প্রায়োরিটি দেবেন। টিআর, কাবিখা এবং নওয়াপাড়া বন্দরকে বিনিয়োগবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাসও দেন তিনি।
দলীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, দলের অনেকে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছে। অনেকে ফ্যাসিস্টদের পুনর্বাসন করে প্রচুর অর্থসম্পদের মালিক হয়েছে। তিনি বলেন আমি নির্বাচিত হলে এক টাকাও অনৈতিক বাণিজ্য হবে না। বাঘারপাড়ায় যা রণজিৎ রায় করে গেছে তার আর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। মানুষ নির্বিঘ্নে সমস্ত রকমের কাজকর্ম সম্পন্ন করতে পারবে। কাউকে অহেতুক কোনো হয়রানির শিকার হতে হবে না। তিনি যশোরের দুঃখ ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করারও প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বাঘারপাড়া উপজেলা বিএনপি’র নেতা মাসুদ আলম টিপু প্রমুখ।