ঢাকা, ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

‘রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে নির্বাচনে নজর দিন’

স্টাফ রিপোর্টার
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবারmzamin

বাংলাদেশ ‘রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে’ অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে নজর দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আমাদের রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে টিকে থাকতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে এখানে সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণে একটা নির্বাচন এবং সেটা একেবারেই নিরপেক্ষ করতে হবে। কারণ, আমাদের সামনে এখন সবচেয়ে বড় প্রয়োজন বা চ্যালেঞ্জ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। দেশবাসীর আপনাদের প্রতি সমর্থন রয়েছে। যিনি এই সরকারের প্রধান উপদেষ্টা তিনি পৃথিবী জুড়ে সমাদৃত। তিনি (ড. মুহাম্মদ ইউনূস) নিজেও বলেছেন, তার রাজনৈতিক ইচ্ছা নেই। ‘আপনারা দায়িত্ব দিয়েছেন সেটি পালন করছি’। সেই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ, এই দেশের মানুষ আপনাকে সম্মান দিয়েছেন, দিতে চান। আপনার এই জায়গা যেন নষ্ট না হয়, সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। বিএনপি মহাসচিব বলেন, তারা যৌক্তিক সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনে যেন জনগণ ভোট দিতে পারে। নতুন পার্লামেন্ট গঠন করতে পারে। এটা আমাদের প্রত্যাশা। এটাই জনগণ চায়। আমরা জানি- এটা খুব অল্প সময়, এখনো তিন মাস যায়নি। ১৫ থেকে ১৬ বছরের জঞ্জাল, এই সময়ের মধ্যে দেশে গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করা হয়েছে। অর্থনীতিকে মুচড়ে দেয়া হয়েছে। ১৭ বিলিয়ন ডলার পাচার করেছে এই আওয়ামী লীগ সরকার। অর্থনীতিকে এমন জায়গায় নিয়ে গেছে, এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। তিনি বলেন, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আওয়ামী লীগ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একইসঙ্গে সেই সকল রাজনৈতিক দলকে শ্রদ্ধা জানাচ্ছি, যারা গত ১৬ বছর ধরে একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে এবং প্রাণ দিয়েছে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী দল। এদের চরিত্রের দু’টি দিক- একটি জঙ্গি, আরেকটি সন্ত্রাস। আর আওয়ামী লীগ যে চরিত্র তৈরি করেছে, এর বাইরে গিয়ে কেউ কাজ করে না। খুঁজে পাওয়া যায় না এমন হরফ-ঘুষ খায় না, স্বজনপ্রীতি করে না এমন লোক। শিক্ষক, চিকিৎসক, আইনজীবী ও প্রশাসনসহ সব জায়গায় দুর্নীতি। তিনি বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করে সাধারণত জয়ী হওয়া যায় না। তবে এবার এদেশের ছাত্র-জনতা সেটি প্রমাণ করেছে- একটি ফ্যাসিজমকে সরিয়ে দিয়ে।  সরকারের নির্বাচন কমিশন গঠনের উদ্যোগের প্রসঙ্গে ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি ঘোষণা করেছেন। যদিও প্রত্যাশা ছিল, সার্চ কমিশন গঠন করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে। তবে যাই হোক, এটি নিয়ে বড় ধরনের কোনো সমস্যা মনে করছি না।

তিনি বলেন, রাজনৈতিক সংগ্রাম চলতে থাকে। সংস্কার কার্যক্রম তেমনি চলমান থাকে। আমরা প্রত্যাশা করবো, সরকার দ্রুত সংস্কার কমিশন থেকে রিপোর্ট নিয়ে জনগণের সামনে তুলে ধরবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন। সব সংস্কার কিন্তু জনগণের দ্বারা স্বীকৃত হতে হবে এবং জনগণকে সেটা মেনে নিতে হবে। জনগণের মতামত ছাড়া কোনো সংস্কার দীর্ঘায়িত হবে না। উপর থেকে চাপিয়ে দিয়ে কোনো কিছু সফল হয় না। এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনডিপি’র চেয়ারম্যান কারী আবু তাহের, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক প্রমুখ।

পাঠকের মতামত

সংস্কার ছাড়া নির্বাচন দিলে রাষ্ট্র ফ্যাসিস্টদেরই থাকে যাবে। আগে সংস্কার তারপর নির্বাচন করতেই হবে।

মোঃ বেলায়েত হোসেন ভ
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

আমার মতে বিএনপিকে নির্বাচন ছাড়াই ক্ষমতা হস্তান্তর করা উচিৎ। তারা সংবিধানের কথা বলে ফেনা তুলছে, অথচ সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোন বৈধতা নেই। সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ হলে তো নির্বাচনও অবৈধ হবে। এই সরকারের সময়ে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, সেই সরকারও অবৈধ হবে সংবিধান অনুযায়ী। তাই বিএনপির হাতে ক্ষমতা তুলে দেয়ার দাবি জানাই।

স্বাধীন বাংলাদেশী
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৯:৩২ পূর্বাহ্ন

সমস্ত স্থানীয় নির্বাচন শেষে জাতীয় নির্বাচনের দাবি করছি।

Palash
৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ৭:৫৬ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status