বাংলারজমিন
মির্জাগঞ্জে অস্ত্রসহ বিএনপি’র সেক্রেটারি আটক
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারপটুয়াখালীর মির্জাগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী (৪৮)কে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার ভোরে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃতে উপজেলার উত্তর সুবিদখালীর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোতালেব ফরাজির ছেলে। ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির পর বাড়ির দু’টি ভিন্ন কক্ষ থেকে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে আটককৃতকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, আটকৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে তাকে আটকের প্রতিবাদে দুপুরে থানার সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি’র একাংশের নেতাকর্মীরা।