বাংলারজমিন
সারা দেশে বিপ্লব ও সংহতি দিবস পালিত
বাংলারজমিন ডেস্ক
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারনানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে দেশের জেলা ও উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে জানান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি জেলা শহর প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভে সমবেত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেনে খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবসহ আরো অনেকে।
জামালপুর
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, সহ -সভাপতি আনোয়ারুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, শহীদ জিয়াউর রহমান রণাঙ্গনে জীবন বাজি রেখে সশস্ত্র যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। যার দেয়া নেতৃত্বে আমাদের বড় অর্জন মহান স্বাধীনতা পেয়েছি। সেই আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
শেরপুর
শেরপুর প্রতিনিধি: শেরপুরে পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে এ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের শহরের মাধবপুর এলাকা থেকে জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক মো. হযরত আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে হাজার হাজার মানুষের ঢল নামে। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির আহবায়ক মো. হযরত আলী। ওইসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সদস্য সচিব এ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল রহমান তারা, অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, মো. কামরুল হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, নকলা উপজেলা বিএনপি নেতা মো. ফাহিম চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা ভিপি আনোয়ার হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে: রাজশাহীতে পালিত হয়েছে বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু । রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ। মুক্তিযোদ্ধা দল রাজশাহী জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ প্রমুখ।
পিরোজপুরে
পিরোজপুর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা যুবদলের আয়োজনে সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান তুষার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, যুগ্ম আহবায়ক সালমান জাকির।
তারাকান্দা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রিকেট টুর্নামেন্ট গতকাল তালদিঘী উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিতি থেকে উদ্বোধন করেন, ময়মনসিংহ (উত্তর) জেলার বিএনপি’র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা আব্দুল হেকিম মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল সোবান তালুকদার, গালাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী মেম্বার, বানিহালা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকিসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
পটুয়াখালী
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে র্যালী, আলোচনাসভাসহ বিভিন্ন আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন। বেলা ১১টায় সাবেক বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বাসভবনের সামনে থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলতাফ হোসেন চৌধুরী সমর্থিত যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাট চত্বরে গিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।
সদরপুর
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার উপজেলার কৃষ্ণপুর রাস্তা থেকে র?্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পরদক্ষিণ করে হাসপাতাল মোড় বালুর মাঠ গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামানের সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন, আবু সাইদ, রাজ্জাক মাস্টার প্রমুখ।
কিশোরগঞ্জ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: র্যালি ও আলোচনাসহ নানা কর্মসুচির মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। বৃহস্পতিবার দুপুরে পৌরপার্ক থেকে জেলা শহরে র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, এডভোকেট জালাল মোহাম্মদ গাউস ও ইসমাইল হোসেন মধু, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, জেলা শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন বাচ্চু প্রমুখ।
আগৈলঝাড়া
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: আগৈলঝাড়ায় র্যালি ও আলোচনার মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ন আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী, আবুল হোসেন মোল্লা, এনায়েত হোসেন খাঁন মনুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রাম
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: চৌদ্দগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাড়কে বিশাল র্যালি করেছে উপজেলা এবং পৌর বিএনপি। বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত র্যালীতে হাজার হাজার জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী অংশগ্রহণ করে। এরআগে জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম। পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদারের সভাপতিত্বে, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল ও উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টুর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, সহ-সভাপতি অধ্যাপক ইয়াছিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা কমিশনার, আকতার হোসেন, দুলাল পাটোয়ারী, গাজী শহিদুর রহমান।
বাউফল
বাউফল (উপজেলা) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ সাবেক এমপির বসভবন থেকে র্যালি শুরু হয়। র্যালীটি পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে বাউফল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক এমপি শহিদুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মো. শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.তছলিম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারি অধ্যাপক মো. জসিম উদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সাউফুল ইসলাম জসিম, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল ফাহাদ, সাবেক ছাত্র নেতা শাহীন রেজা ও ছাত্রনেতা রাহয়ান আকাশ প্রমুখ।
ভৈরব
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় ভৈরব কমলপুরস্থ বিএনপি অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি হাজী শাহীনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
রংপুর
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, আমিনুল ইসলাম রাঙ্গা, লিটন পারভেজসহ অন্যরা।
কয়রা
কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় কপোতাক্ষ কলেজ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কোহিনূর আলম,বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, আব্দুস সামাদ,এস এম এ রহিম,হাবিবুর রহমান,,ফযজুল করিম খোকন, গাজী সিরাজুল ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, ঢালী হাবিবুর রহমান, রেজাউল করিম, আশরাফুল আলম, আবুল কালাম, রওশন আলী মোল্যা প্রমুখ।
উলিপুর
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মেহেন্দিগঞ্জ
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো সকালে দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, ভাষন প্রচার, আলোচনা সভা, রেলি। সকাল ১১ টায় স্থানীয় চরহোগলা ঈদগাঁ মাঠ থেকে এক বিশাল রেলি বের হয়ে পৌর বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। রেলির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক গিযাস উদ্দিন দিপেন।
ফতুল্লা
স্টাফ রিপোর্টার, নারায়গঞ্জ থেকে: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সমাবেশ ও বিশাল র্যালি বের করা হয়।
র্যালিতে ফতুল্লা থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে এসে জড়ো হয় ফতুল্লার ডিআইটি মাঠে। যা এক সময় জনসমুদ্রে রুপ নেয়। র্যালিটি ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। র্যালির নেতত্ব দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র দু’গ্রুপ আলাদা কর্মসূচি পালন করেছে। দুপুরে জেলা বিএনপি’র নবঘোষিত আহবায়ক কমিটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করে। স্থানীয় পৌর মুক্ত মঞ্চে সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম.এ মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য নূরে আলম সিদ্দিকীসহ জেলা যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদিকে বিএনপির অপর একটি অংশ দিবসটি পালনে র্যালি করেছে। র্যালীটি এ রোড থেকে শুরু হয়ে ট্যাংকের পার লোকনাথ দীঘির মাঠে পৌছ পথসভা হয়। জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভিপি জহিরুল হক খোকন।
সাতক্ষীরা
সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পৃথক পৃথকভাবে বর্ণনাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপির দুই গ্রুপের আয়োজনে বেলা ১০টায় নিউমার্কেট চত্বরে এবং সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার ও বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন ও ফ্লাকার্ড নিয়ে সুসজ্জিত হয়ে সভাস্থলে সমবেত হয়। এরপর বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশ র্যালি সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে আলাদাভাবে মিলিত হয়।
শাহজাদপুর
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ও পৌর শাখার আয়জনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ইকবাল হোসেন হিরুর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপ্থির সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি মো. এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলাল হোসেনসহ প্রমুখ।
বোয়ালমারী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৃহষ্পতিবার উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস ছবুর, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টনসহ প্রমুখ।
নান্দাইল
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ নভেম্বর বুধবার বিকালে বিগ্রেডিয়ার জেনারেল অব: এ কে এম শামসুল ইসলাম শামসের সার্বিক তত্ত্বাবধানে ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপ্থির সদস্য, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে উপজেলা সদরে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়
ছাত্রদল নেতা আকরাম হোসেন ফেরদৌস সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল আলম শামস, বিশেষ অতিথি সাবেক পৌর মেয়র জেলা বিএনপি সদস্য এএফএম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লবসহ প্রমুখ।
বরগুনায়
বরগুনা প্রতিনিধি: বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিএনপি কার্যালয়ে শহিদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা। বেলা ১১ টায় বিএনপি, যুবদল ছাত্রদল তাতীদল স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে শহরে বিশাল রেলী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সদর রোড এসে শেষ হয়।
চাটখিল
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি (একাংশের) উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভালুকা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বর্নাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে এই কর্মসূচী পালিত হয়েছে।
গলাচিপা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশ স্থল গলাচিপা সরকারী হাইস্কুল খেলার মাঠে লোকজন জড়ো হতে থাকে। দুপুরের পর সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর হোসেন খান প্রমুখ।
শরণখোলা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাফফর আলম। অনুষ্ঠনে বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাবুল, শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্জ্ব আনোয়ার হোসেন পঞ্জায়েত, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এটিএম জসিম উদ্দিন জাফরসহ প্রমূখ।
কেন্দুয়া
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর হাজার হাজার নেতাকর্মীর মিলনমেলা ঘটায় উচ্ছ্বাস প্রকাশ করে নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ডা.আনোয়ারুল হক। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু্থর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
চরফ্যাশন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে চরফ্যাসন উপজেলা বিএনপি অফিস কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলে চরফ্যাশন আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও জেলা বিএনপির আহবাযক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যশোরে
স্টাফ রিপোর্টার, যশোর থেকে: ৭ই নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে সত্যিকারের স্বাধীনতার সাধ জনগণ উপভোগ করার সুযোগ পেয়েছিল। সিপাহী-জনতার এই বিপ্লব ব্যর্থ হলে দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নস্যাৎ হতো। দেশ ভারতের করদরাজ্যে পরিণত হতো। লাখো সিপাহী-জনতাকে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হতো। ঠিক তদরূপ ৫ই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত করে দেশ দ্বিতীয় পর্যায়ে স্বাধীনতা অর্জন করেছে। আমরা আজ মুক্ত পরিবেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। এদেশের গণমাধ্যম ফ্যাসিস্ট মুক্ত হয়ে স্বাধীনভাবে লিখতে পারছে। তাই আমাদেরকে ৭ই নভেম্বর ও ৫ই আগস্ট থেকে শিক্ষাগ্রহণ করে জাতিকে ইনসাফ, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধসম্পন্ন সত্যিকারে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে, হবে এই অর্জন ব্যর্থ হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হবো। রাষ্ট্র হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। বাংলাদেশ প্রতিবেশি ভারতের করদরাজ্যে পরিণত হবে। গতকাল বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। যশোর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন এড. সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, এড. মোহাম্মদ ইসহাক, গোলাম রেজা দুলু, একেএম শরফুদ্দৌলাহ ছটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, এম তমাল আহমেদ, মঞ্জুরুল হক খোকন, প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের লাল দীঘির পাড় থেকে শুরু হয়ে শহরের মণিহার চত্বরে গিয়ে শেষ হয়।
কেশবপুর
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে বিএনপি কার্যালয় চত্ত্বরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, প্রভাষক আব্দুল গফুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক ৭ই নভেম্বর পালিত
নীলফামারী প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলা বিএনপি ও সংযোগী সংগঠনসমূহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। সকালে পৌর মার্কেটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা কর্মসূচি, ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, বিএনপি নেতা মীর সেলিম ফারুক, আনিছুর রহমান কোকো, মাহাবুব উর রহমান, মুক্তার হোসেন প্রমুখ। একইস্থানে চিকিৎসক পরিষদ ড্যাব, নীলফামারীর উদ্যোগে রক্তদান, ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেন, ড্যাব সভাপতি ডা. সোহেলুর রহমান সোহেল, ডা. ইয়াছির আরাফাত, ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে দুই শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
দেবিদ্বার
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাগুর বাসস্টেশনে আলোচনা সভা শেষে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মহাসড়কে এক র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবদুর রহমানের পরিচালনায় ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি‘র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভি-উল আহসান মুন্সী।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম।
বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. সুদন ডিলার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কবির আহম্মেদ, পৌর বিএনপি সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন রুহুল, মো. জাকির হোসেন, মনিরুল হক সরকার, রবিউল আউয়াল সাইফুল ও উপজেলা ছাত্রদল নেতা বিলাল হোসেন প্রমুখ।
শরীয়তপুর
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জাতীয়বাদী দল (বিএনপি) সকাল ১১টায় সময় কোট চত্বরে বিভিন্ন এলাকা থেকে বিএনপি’র নেতাকর্মীরা জোর হয়ে একটি র্যালি বের করে প্রধান প্রধান শহর সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু করে।
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে। জেলা বিএনপি এ দিবসে নানা কর্মসূচি পালন করে। উক্ত আলোচনা সভায় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা বিএনপি সহ-সভাপতি শাহ আব্দুস সালাম, উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ টিপু, পৌরসভার সভাপতি এড. লুৎফর রহমান, জেলা কৃষক দলের সভাপতি হারুন অর রশিদ, বিএনপি’র আইনজীবী ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবিরও আইনজীবী ফোরামের সদস্য এড. লোকমান হোসাইন, বিএনপি’র নেতা সাবেক চেয়ারম্যান আজমল হোসেন নান্ঠু, জেলা যুবদলের সভাপতি আরিফুউজ্জামান মোল্লা ও সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি, জেলা ছাত্রদলের সভাপতি পর্যন্ত তালুকদার ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন প্রমুখ।
সুনামগঞ্জ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র বর্ণাঢ্য র?্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি’র উদ্যোগে পুরাতন বাসস্টেশন থেকে একটি র?্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী জাদুঘরে এক সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।
সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সদস্য নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য মল্লিক মঈন উদ্দিন সোহেল, এডভোকেট শেরেনুর আলী, ফারুক আহমেদ, আ ত, ম মিসবাহ, আব্দুল মোতালেব খান, আকবর আলী, আবুল কালাম আজাদ, আনিসুল হক, মোনাজ্জির হোসেন সুজন, এডভোকেট জিয়াউর রহমান শাহীন, আনসার উদ্দিন, রেজাউল হক, কামরুল হাসান রাজু, জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে বিএনপি’র নেতাকর্মীরা জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানান।
শ্রীনগর
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
শ্রীনগর উপজেলা বিএনপি সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে র্যালিটি শ্রীনগর স্টেডিয়াম থেকে শুরু করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, বিএনপি নেতা ফারুক মোড়ল, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, যুবদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমনসহ ১৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আমতলী
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. গাজী তৌহিদুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন (ভিপি)’র সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপি’র আহ্বায়ক মো. কবির ফকির, এড. জসিম উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন মামুন, জালাল আহমেদ খান, আ. রাজ্জাক, আমিনুল মৃধা, জালাল মৃধা, মো. জাকির হোসেন, মো. মনির ডাকুয়াসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। আলোচনা সভার আগে আয়োজিত র্যালি আমতলী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জয়পুরহাট
জয়পুরহাট প্রতিনিধি: ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে বিএনপি’র উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে সেইসঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বিএনপি নেতা আমিনুর রহমান বকুল, উজ্জ্বল প্রধান, এনামুল হক প্রমুখ। পরে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঝিনাইদহ
ঝিনাইদহ প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। এ উপলক্ষে ঝিনাইদহ শহরে বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরের পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ ময়দানে নেতাকর্মীরা জড়ো হয়। সকাল থেকেই জেলা জাসাসের উদ্যোগে দলীয় সংগীতসহ দেশাত্মবোধক সংগীত পরিবেশনের আয়োজন করেন জাসাস নেতা কামরুজ্জামান লিটন ও রাজা। বেলা দুপুর পর্যন্ত বিশাল ময়দানটি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে মহাসমাবেশে পরণিত হয়। র্যালি বের হওয়ার আগে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এড. এম এ মজিদ, কে এম ওয়াজেদ, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস।
মঠবাড়িয়া
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পৌর শহরে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়। র?্যালি শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় পৌর বিএনপি’র আহ্বায়ক কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ফরাজি, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা ফয়েজ আহমেদ খোকন, রিপন মাতুব্বর, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপ?তি ইসমাইল হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোকন তালুকদার প্রমুখ।
গোপালপুর
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে উপজেলা বিএনপি এক বর্ণাঢ্য র্যালি করেছে। ১৯৭৫ সালের এদিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে নেমে এসেছিল সিপাহী-জনতা। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা বিএনপি’র আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজি লিয়াকত, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা জাসাস সভাপতি শাহানূর আহমেদ সোহাগ, সম্পাদক খন্দকার শরিফ প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ র্যালিতে উপস্থিত ছিলেন।
পাঁচবিবি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটি সূচনা করেন নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সম্পাদক মো. আব্দুল হান্নান চৌধুরী। বক্তব্য রাখেন পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা বিএনপি’র প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সম্পাদক রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রশিদ রাব্বী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, উপজেলা যুবদল নেতা নয়ন প্রধান, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু প্রমুখ। সভা শেষে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।