ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ বৃটিশ হাইকমিশনারের

স্টাফ রিপোর্টার
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সারাহ কুক প্রধান বিচারপতির নেয়া বিচার বিভাগের সংস্কারের বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে সামপ্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে, বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয়ের ঘোষিত রোডম্যাপ এর আওতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন প্রতিষ্ঠা এর উদ্যোগ বিচার বিভাগের আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান বিচারপতি যুক্তরাজ্যের হাইকমিশনারকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মানবাধিকারের সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ মর্মে আশ্বাস প্রদান করেন। যুক্তরাজ্যের হাইকমিশনারের অনুরূপভাবে তিনিও বাংলাদেশের বিচার বিভাগের যুগোপযোগীকরণে উভয় রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status