ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

নলছিটি পৌরসভা ও বিডিক্লিন’র পরিচ্ছন্নতা অভিযান

নলছিটি প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৪, শুক্রবার

পরিচ্ছন্ন নলছাটি পৌরসভা গড়তে পৌরসভা ও বিডিক্লিন’র পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। ৬ই নভেম্বর সকাল সাড়ে ১০টায় নলছিটি ফেরিঘাট এলাকা থেকে ডেঙ্গু মশা নির্মূলে পৌরসভা ও বিডিক্লিন’র উদ্যোগে আয়োজিত  পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন, ইন্সপেক্টর তদন্ত মো. আশরাফ হোসেন, পৌরসভার ইঞ্জিনিয়ার আবুল হোসেন, নলছিটি থানার সেকেন্ড অফিসার শহীদুল ইসলাম, আবাসিক প্রকৌশলী মো. সোহেল রানা, সহকারী প্রকৌশলী কিশোর কুমার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কার্যক্রমের শুরুতে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং সকলকে সচেতন করে তুলতে হবে যাতে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ময়লা আবর্জনা না ফেলেন। পরে  ফেরিঘাট থেকে থানা সড়কের দুই পাশে বিডিক্লিন, রেড ক্রিসেন্ট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্ন অভিযান চালায়।

 

 

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status