ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

খেলা

৮ ক্রিকেটারকে নিষিদ্ধ করে ফারুকের হুঁশিয়ারি

স্পোর্টস রিপোর্টার
২৩ নভেম্বর ২০২৪, শনিবারmzamin

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও ১ ক্লাব কর্মকর্তাকে ১ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। ২০২৪-২৫ মৌসুমের ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে আচরণবিধি ভঙ্গের জন্য তাদেরকে শাস্তি দেয়া হয়। নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয় ৯ জনকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে সামনে আরও কঠোর হওয়ার কথা বলেছেন। 

গতকাল বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আচরণবিধির ‘গুরুতর’ লঙ্ঘনের দায়ে ৮ ক্রিকেটার ও ১ জন ক্লাব কর্মকর্তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হলো। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গত সোমবার পিকেএসএফ ১ নম্বর মাঠে সুপার লীগের ম্যাচে মাঠেই বিবাদে জড়ান তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও প্রত্যক্ষ প্রমাণ পর্যালোচনা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি এই শাস্তির সুপারিশ করে। সাজা পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এবং তেজগাঁও ক্রিকেট একাডেমির কর্মকর্তা রবিন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই নিষেধাজ্ঞা সম্পর্কে বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটিকে তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে।’ বিসিবি’র আচরণবিধির ২.১৯ ধারা অনুযায়ী, লেভেল-৪ ভঙ্গের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন তারা। লেভেল-৪ ভঙ্গের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা।

পাঠকের মতামত

আইনের সঠিক প্রয়োগেই আইনের প্রতি শ্রদ্ধাশীলকরে তুলে ব্যক্তিকে।

Momin
২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১২:১৬ অপরাহ্ন

তারা যে অপরাধ করেছেন আইনের ধারা অনুযায়ী আজীবন নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে কিন্তু তাদের কে দেওয়া হয়েছে লুঘুদন্ড অর্থাৎ এক বছরের সাজা গুরুদণ্ডে যদি লুঘুদণ্ড দেওয়া হয় তাহলে দেশের আভ্যন্তরীন ক্রিকেটে সবসময় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার মাত্রা না কমার সম্ভবনা বেশী।

Shahid Uddin
২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ৯:২৮ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status