ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

সোনারগাঁয়ে ছিনতাইয়ের কবলে সমন্বয়কদের গাড়ি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়েছে। রোববার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর রিসোর্ট সিটি এলাকা অতিক্রমকালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী। 
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা জানান, ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে রাত ২টার দিকে সোনারগাঁয়ের পিরোজপুর রিসোর্ট সিটি এলাকা অতিক্রম করার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে তারা। এ সময় ছিনতাইকারীরা হামলা চালিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন, ব্যাগসহ মালামাল ছিনিয়ে নেয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। ভেঙে ফেলা কাচের আঘাতে তাদের দুইজন আহত হয়। হামলার সময় গাড়িতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, সদস্য মাহমুদা সুলতানা, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, মুঈনুল ইসলাম, রাকিব মোহাম্মদ, ইব্রাহিম নীরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী। তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা গাড়ির ভাঙা কাচের আঘাতে আহত হন। হামলার সময় গাড়িতে থাকা রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা বলেন, ‘সড়কে কিছুটা যানজট থাকায় গাড়িটি থেমে থেমে চলছিল। এরই মধ্যে চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে কাপড় দিয়ে মুখ ঢাকা একদল লোক গাড়ির কাচ ভেঙে চালকের গলায় চাপাতি ধরে। হামলাকারী ব্যক্তিরা একপর্যায়ে গাড়িটির চারপাশ ঘিরে ফেলে। তারা চাপাতিসহ অন্য অস্ত্রের আঘাতে পুরো গাড়ির কাচ ভেঙে আমাদের মুঠোফোন, টাকা, ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায়। তারা আরিফ সোহেল ভাইকে টেনেহিঁচড়ে গাড়ির বাইরে নেয়ার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হামলাকারীরা সেখান থেকে দ্রুত পালিয়ে যান।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান, প্রাথমিকভাবে আমরা তদন্ত করেছি। এটি একটি ছিনতাইয়ের ঘটনা মনে হচ্ছে। সমন্বয়কদের বহনকারী গাড়িটিতে ছিনতাইকারীরা হামলা করে গাড়ির গ্লাস ভাঙচুর করেছে। অল্প সময়ের মধ্যেই আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এ সময় ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার ঘটনায় এখনো কেউ সোনারগাঁ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে। তিনি আরও বলেন, সমন্বয়কদের ওপর হামলা করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে না। এটি একটি  ছিনতাইয়ের ঘটনা। ইতোমধ্যে পুলিশ সন্দেহজনকভাবে এক ছিনতাইকারীকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status