খেলা
চ্যাম্পিয়নস লীগে খাদের কিনারায় মাদ্রিদ-পিএসজি
স্পোর্টস ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবারউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে দুই জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পরের ধাপে এগিয়ে যেতে আজ জয় চাই তাদের। ইতালিয়ান দল আতালান্তার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে মাদ্রিদ জায়ান্টরা। আর প্রতিপক্ষের মাঠে পিএসজি’র লড়াই অস্ট্রিয়ার দল শালজবুর্গের সঙ্গে। ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের এগিয়ে নিতে মাঠে নামবে মোট ৩৬ দল। নতুন ধারার ইউরোপ সেরার লড়াইয়ে সবার ওপরে আছে ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুল। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে অলরেডরা। দুই ও তিনে অবস্থান করছে যথাক্রমে ইতালির ক্লাব ইন্টার মিলান ও স্প্যানিশ এফসি বার্সেলোনা। তালিকার ওপরের দিকে রয়েছে আতালান্তা ও লেভারকুসেনের মতো দলগুলো। তবে ইউরোপের বড় ক্লাবগুলোর জন্য অপেক্ষা করছে বড় ধরনের চ্যালেঞ্জ। পয়েন্ট তালিকার ২৪ নম্বরে অবস্থান করছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে খাদের একদম কিনারায় অবস্থান অল হোয়াইটের।
সমান ম্যাচ খেলে মাত্র এক জয় নিয়ে মাদ্রিদের পরে অবস্থান করছে ফরাসি জায়ান্ট পিএসজি। ৮ পয়েন্ট নিয়ে তালিকার ১৭ নম্বরে রয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ৯ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ রয়েছে ১৩ নম্বরে। আজ ইউক্রেনের শীর্ষ ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে খেলবে বাভারিয়ানরা। সব ম্যাচই শুরু হবে রাত দুইটায়।