খেলা
‘এই প্রশ্নটা কেন করলেন আমি জানি না’, সাকিব প্রসঙ্গে শান্ত
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৫৭ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফি খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের ফলে সাকিবের সে আশা পূর্ণ হলো না । বিগত কয়েক মাস তাই সাকিবের জাতীয় দলে থাকা না থাকা নিয়ে অনেকবার প্রশ্নের সম্মুখীন হন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। আজ চ্যাম্পিয়নস ট্রফির জন্য ফটোসেশনে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। প্রেস ব্রিফিং এ আসেন অধিনায়ক শান্ত। সাকিবের দলে না থাকা নিয়ে প্রশ্ন উঠতেই শান্তর সরব জবাব-‘এই প্রশ্নটা কেন করলেন আমি জানি না’।
পরে অবশ্য সাকিবের সাথে বিগত চ্যাম্পিয়নস ট্রফির কথা স্মরণ করেন তিনি। বলেন, হ্যাঁ, অবশ্যই মিস করবো। আমরা সবাই জানি, এই উত্তর অনেক খেলোয়াড় দিয়েছে। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করবো। উনি থাকলে ভালো হতো। এই প্রশ্নের উত্তর আপনারা অনেকবার পেয়েছেন। তাই আমার মনে হয় না। বড় একটা টুর্নামেন্টে যাওয়ার আগে এ প্রসঙ্গে কথা বলাটা যৌক্তিক হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ভূমিকা কে পালন করবেন? এমন প্রশ্নেও শান্ত এক কথায় জবাব দেন, ‘যে দায়িত্ব পাবে, সেই পালন করবে।’