দেশ বিদেশ
কর্মদক্ষতা বাড়িয়ে দেশকে সফল রাষ্ট্রে পরিণত করার প্রস্তুতি নিন: জুয়েল
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৮:৫৯ অপরাহ্ন

যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, স্বৈরাচার সরকার ১৭ বছর ধরে অত্যাচারের ষ্টিম রোলার চালিয়ে দুর্নীতির মহারাজত্ব কায়েম করেছিলো। দেশকে ভিতর থেকে একেবারে নাজুক করে দিয়ে গেছে। আমাদেরকে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে একটি সফল রাষ্ট্রে পরিণত করার প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। বুধবার (১২ ফেব্রুয়ারী) দক্ষিণ খান থানার অন্তর্গত ৪৭নং ওয়ার্ড শাখা যুবদল এর কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। যুবদলের এই নেতা তার বক্তব্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, যাদের কারণে জনদুর্ভোগ এর সৃষ্টি হয় কিংবা জনগণের আস্থা বিনষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে; সে যতো ত্যাগী নেতাই হোক।
৪৭ নং ওয়ার্ড যুবদল এর আহবায়ক কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন যুগ্ম আহবায়ক তসলিম আহসান মাসুম, বিশেষ অথিতি ছিলেন যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মোড়ল, তানভীর আহমেদ ইকরাম, শামিম আহমেদ ও জুলহাস আহমেদ।