ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

হাসিনা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছেন: রিজভী

রাজশাহী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছিলেন। বুধবার রাজশাহীর বাগমারা তাহেরপুর কলেজ মাঠে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আ. ওয়াাহেদ এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসিনাকে উদ্দ্যেশ করে তিনি বলেন, দুর্নীতির মহারানী দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা পাচার করেছেন তার পরিবারের নামে। দেশটাকে অর্থনৈতিকভাবে পুঙ্গ করে ফেলেছেন। তার ছেলে জয় এবং মেয়ে পুতুলের নামে বিদেশে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। তিনি আরো বলেন, সংস্কারের নামে গণতন্ত্রকে মজবুত ও শক্তিশালী করার জন্য যে কাজগুলো রয়েছে, সেই ক্ষমতা ফিরিয়ে দেয়াার ব্যবস'া করতে হবে। গণতান্ত্রিক সরকার নেই বলে এখন বিনিয়োগ হচ্ছে না বা বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছেনা। কারণ অন্তর্বর্তী সরকার হচ্ছে সাময়িক সময়ের সরকার।
রিজভী বলেন, মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে, একটা ধোঁয়াশার মধ্যে আছে। এই অনিশ্চয়তা কাটানোর জন্যই রাজনৈতিক সরকার দরকার। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে, জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটাতে পারে, সে ধরনের সরকার দরকার। তাহলে অর্থনীতির যে সংকট, বৈদেশিক ঋণের ওপর যে নিভর্র করতে হচ্ছে, রিজার্ভ আবার কমতে শুরু করেছে, দিগন্ত রেখায় যে কালো মেঘ জমাট হচ্ছে, এগুলো দূরীভূত করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের পথে হাঁটতে হবে।
তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি আ.ন.ম শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে তাহেরপুর পৌরসভা বিএনপির সেক্রেটারি আলিম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহব্বায়ক এ্যাড. এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাইদ চাঁদ,সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status